জুন মাসে হবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

করোনার জেরে চলতি বছর মাঝপথেই স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷

#কলকাতা:  উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে চলতি বছরের জুন মাসে ৷ বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনার জেরে চলতি বছর মাঝপথেই স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয় ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একাদশ শ্রেণীর পড়ুয়াদের সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে ৷
গত ২৩, ২৫ ও ২৭ মার্চ উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। চলবে ৩ মে পর্যন্ত। তাই বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে জুন অবধি উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৭শে মার্চ। কিন্তু করোনাভাইরাস আতঙ্ক এবং লকডাউনের জেরে পরীক্ষাগুলো স্থগিত রাখতে হয় রাজ্য সরকারকে। ইতিমধ্যেই ২১শে মার্চ পর্যন্ত বিষয়গুলির পরীক্ষা নেওয়া হয়ে গেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের  সূচি অনুযায়ী মোট তিনদিনের পরীক্ষা বাকি ছিল।
advertisement
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে মূলত ফিজিক্স,নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি,ইকোনমিক্স,জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত,পার্শিয়ান, আরাবিক, ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস, জিওগ্রাফি,কস্টিং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলির পরীক্ষা এখনও বাকি রয়েছে।
advertisement
Somraj Bandopadhyay
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
জুন মাসে হবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement