করোনায় প্রয়াত স্বাস্থ্য-পরিবহণ আধিকারিক গৌতম চৌধুরী, বাংলা হারাল প্রকৃত যোদ্ধাকে

Last Updated:

আজ সকালে মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যু সংবাদ জানিয়ে দেয়।

#কলকাতা: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ্য স্বাস্থ্য-পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিক গৌতম চৌধুরী (৫৬)। প্রকৃত কোভিড যোদ্ধা ছিলেন তিনি। গোটা রাজ্যের করোনা টিকা আনা, রাজ্য জুড়ে টিকা বন্টন করার কাজে নেতৃত্ব দিচ্ছিলেন গৌতমবাবু। ১০২ টি অ্যাম্বুলেন্সের  দায়িত্বে ছিলেন এই শিশু স্বাস্থ্য আধিকারিক। গত বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যু সংবাদ জানিয়ে দেয়।
রাজ্যের স্বাস্থ্যকর্মীরা এক বাক্যে মানেন, অত্যন্ত কাজের লোক ছিলেন গৌতম চৌধুরী। করোনার প্রথম দ্বিতীয় দুই ঢেউয়েই তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সামনে থেকে। কেন্দ্রের পাঠানো টিকা এয়ারপর্ট থেকে আনা, বাগবাজারের সেন্ট্রাল হেলথ স্টোরে তা নিয়ে যাওয়া, সেখান  থেকে গোটা রাজ্যের সর্বত্র তা কী ভাবে পৌঁছবে সবটাই দেখতেন তিনি। পাশাপাশি এই যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যের বহু  সরকারি অ্যাম্বুলেন্সের গতিবিধি তদারকি ছিল তারঁই দায়িত্ব।
advertisement
কবে কখন কত টিকা আসতে পারে, সংবাদমাধ্যম হোক বা প্রশাসন, খবরের জন্য তিনিই ছিলেন সংযোগ সূত্র। সিরাম ইন্সটিটিউট বা ভারত বায়োটেরকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। পরিস্থিতি বুঝে বিমানের  ব্যবস্থাপনাও করে এসেছেন তিনি। সবটাই হতো নিখুঁত ভাবে, ঠাণ্ডা মাথার গৌতমবাবু কখনও একবারের জন্যেও থমকাননি। এ হেন যোদ্ধার গতিরুদ্ধ করল করোনাই।
advertisement
advertisement
করোনার দুই দেহে প্রাণ কেড়েছে রাজ্যের বহু চিকিৎসকের, স্বাস্থ্যকর্মীর। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত অন্তত ১৩০ জনের বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। চলে গিয়েছেন বেশ কয়েকজন নামজাদা স্বাস্থ্যকর্তাও। তাঁদের মধ্যে অনেকেই স্বনামধন্য, কেউ আবার সদ্য কাজ শুরু করেছিলেন।  এদের মধ্যেই অগ্রগণ্য ছিলেন গৌতমবাবু। তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি গোটা রাজ্যের।
বিস্তারিত আসছে...
-ইনপুট-অভিজিৎ চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় প্রয়াত স্বাস্থ্য-পরিবহণ আধিকারিক গৌতম চৌধুরী, বাংলা হারাল প্রকৃত যোদ্ধাকে
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement