Covid 19 Third Wave: আবহাওয়ার পূর্বাভাস ভাববেন না, তৃতীয় ঢেউয়ের বিপদ বোঝাতে ফের সাবধান করল কেন্দ্র

Last Updated:

মানালির মতো বিভিন্ন শৈল শহরগুলিতে যেভাবে পর্যটকরা করোনা বিধি ভঙ্গ করে ভিড় জমাতে শুরু করেছেন, তাতে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার (Covid 19 Third Wave)৷

#দিল্লি: যেভাবে দেশের বিভিন্ন অংশে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ বেপরোয়া হয়ে উঠেছে, তাতে এতদিনের কঠোর অনুশাসনের সুফল আরও একবার ভেস্তে যেতে পারে৷ এ দিন এমনই উদ্বেগ প্রকাশ করে আমজনাতে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল স্পষ্টই জানিয়েছেন, এ ভাবে মানুষের গাছাড়া মনোভাব বজায় থাকলে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়া আটকানো যাবে না৷
মানালির মতো বিভিন্ন শৈল শহরগুলিতে যেভাবে পর্যটকরা করোনা বিধি ভঙ্গ করে ভিড় জমাতে শুরু করেছেন, তাতে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার৷ এ দিন লভ আগরওয়ালও বলেন, 'এসব দেখে মনে হচ্ছে আমরা যেন দু' বছর পর জেল থেকে মুক্তি পেয়েছি৷ মানুষ যেভাবে ভিড় জমাচ্ছে তাতে কেউ করোনাকে ভয় পাচ্ছেন বলে মনে হয় না৷ আমরা তৃতীয় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আছি৷'
advertisement
স্বাস্থ্য মন্ত্রকের ওই শীর্ষ কর্তা আরও বলেন, 'আমরা তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তাকে আবহাওয়ার পূর্বাভাসের মতোই ভেবে নিচ্ছি৷ আমরা যেটা বুঝতে পারছি না যে করোনা বিধি ভাঙা না ভাঙার উপরে ভবিষ্যতে আর ঢেউ আসবে কি না সেটা নির্ভর করছে৷'
advertisement
নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পালও বলেন, তৃতীয় ঢেউ নিজে থেকে আসবে না৷ তাঁর কথায়, 'আমরাই তৃতীয় ঢেউকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছি৷'
advertisement
মাত্র দু' মাস আগে এপ্রিল এবং মে-তে করোনার দ্বিতীয় ধাক্কায় দিশেহারা অবস্থা তৈরি হয়েছিল গোটা দেশে৷ বহু রাজ্যেই চিকিৎসা পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছিল৷ মেডিক্যাল অক্সিজেনের অভাবেও বহু মানুষের মৃত্যুর সাক্ষী থেকেছে গোটা দেশ৷ কিন্তু করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই যেন সেই সমস্ত কিছু ভুলে গিয়েছে মানুষ৷ সেটাই সরকারের চিন্তা বাড়াচ্ছে৷
advertisement
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শৈল শহরগুলিতে পর্যটকদের ভিড় এবং রাস্তায়, বাজারে মানুষের বেপরোয়া মনোভাব দেখে তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন৷ নরেন্দ্র মোদিও বলেন, 'একমাত্র আমরা ডেকে আনলেই তৃতীয় ঢেউ আসবে৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 Third Wave: আবহাওয়ার পূর্বাভাস ভাববেন না, তৃতীয় ঢেউয়ের বিপদ বোঝাতে ফের সাবধান করল কেন্দ্র
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement