Covid 19 Third Wave: আবহাওয়ার পূর্বাভাস ভাববেন না, তৃতীয় ঢেউয়ের বিপদ বোঝাতে ফের সাবধান করল কেন্দ্র

Last Updated:

মানালির মতো বিভিন্ন শৈল শহরগুলিতে যেভাবে পর্যটকরা করোনা বিধি ভঙ্গ করে ভিড় জমাতে শুরু করেছেন, তাতে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার (Covid 19 Third Wave)৷

#দিল্লি: যেভাবে দেশের বিভিন্ন অংশে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ বেপরোয়া হয়ে উঠেছে, তাতে এতদিনের কঠোর অনুশাসনের সুফল আরও একবার ভেস্তে যেতে পারে৷ এ দিন এমনই উদ্বেগ প্রকাশ করে আমজনাতে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল স্পষ্টই জানিয়েছেন, এ ভাবে মানুষের গাছাড়া মনোভাব বজায় থাকলে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়া আটকানো যাবে না৷
মানালির মতো বিভিন্ন শৈল শহরগুলিতে যেভাবে পর্যটকরা করোনা বিধি ভঙ্গ করে ভিড় জমাতে শুরু করেছেন, তাতে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার৷ এ দিন লভ আগরওয়ালও বলেন, 'এসব দেখে মনে হচ্ছে আমরা যেন দু' বছর পর জেল থেকে মুক্তি পেয়েছি৷ মানুষ যেভাবে ভিড় জমাচ্ছে তাতে কেউ করোনাকে ভয় পাচ্ছেন বলে মনে হয় না৷ আমরা তৃতীয় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আছি৷'
advertisement
স্বাস্থ্য মন্ত্রকের ওই শীর্ষ কর্তা আরও বলেন, 'আমরা তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তাকে আবহাওয়ার পূর্বাভাসের মতোই ভেবে নিচ্ছি৷ আমরা যেটা বুঝতে পারছি না যে করোনা বিধি ভাঙা না ভাঙার উপরে ভবিষ্যতে আর ঢেউ আসবে কি না সেটা নির্ভর করছে৷'
advertisement
নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পালও বলেন, তৃতীয় ঢেউ নিজে থেকে আসবে না৷ তাঁর কথায়, 'আমরাই তৃতীয় ঢেউকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছি৷'
advertisement
মাত্র দু' মাস আগে এপ্রিল এবং মে-তে করোনার দ্বিতীয় ধাক্কায় দিশেহারা অবস্থা তৈরি হয়েছিল গোটা দেশে৷ বহু রাজ্যেই চিকিৎসা পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছিল৷ মেডিক্যাল অক্সিজেনের অভাবেও বহু মানুষের মৃত্যুর সাক্ষী থেকেছে গোটা দেশ৷ কিন্তু করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই যেন সেই সমস্ত কিছু ভুলে গিয়েছে মানুষ৷ সেটাই সরকারের চিন্তা বাড়াচ্ছে৷
advertisement
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শৈল শহরগুলিতে পর্যটকদের ভিড় এবং রাস্তায়, বাজারে মানুষের বেপরোয়া মনোভাব দেখে তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন৷ নরেন্দ্র মোদিও বলেন, 'একমাত্র আমরা ডেকে আনলেই তৃতীয় ঢেউ আসবে৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 Third Wave: আবহাওয়ার পূর্বাভাস ভাববেন না, তৃতীয় ঢেউয়ের বিপদ বোঝাতে ফের সাবধান করল কেন্দ্র
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement