করোনা সারাতে ফের এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুরু করতে পারে কেন্দ্র

Last Updated:

অ্যাজিথ্রোমাইসিন ও হাইড্রক্সিক্লোরোকুইনের মিশ্রণে করোনা আক্রান্তের চিকিত্‍সায় এর আগে অনুমোদন দিয়েছিল ICMR৷ খুব শীঘ্রই হয়তো দুই ওষুধের ব্যবহারের নয়া প্রোটোকল আনতে চলেছে কেন্দ্র৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের নির্দিষ্ট ওষুধ নিয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি৷ তবে কিছু ওষুধে ভালো ফল পাওয়া যাচ্ছে৷ ফলে আশার আলো দেখে সেই ওষুধগুলি নিয়েই গবেষণা চালাচ্ছেন গবেষকরা৷ এ বার করোনা আক্রান্তের চিকিত্‍সার জন্য অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারে ফের অনুমোদন দিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷
করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই দুটি ওষুধ নিয়ে আলোচনা চলেছে৷ একটি হল হাইড্রক্সিক্লোরোকুইন ও অপরটি অ্যাজিথ্রোমাইসিন৷ এই দুটি ওষুধের মিশ্রণে হাসপাতালে ভর্তি প্রবল ভাবে করোনা আক্রান্ত রোগীর ভালো ফল হয়েছে একাধিক ক্ষেত্রে৷ এই দুই ওষুধকেই মাস দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'এই দুই ওষুধের মিশ্রণ মিরাকল ঘটাতে পারে৷ মার্কিন গবেষকরা দুটি ওষুধ নিয়ে গবেষণা করছেন৷'
advertisement
অ্যাজিথ্রোমাইসিন ও হাইড্রক্সিক্লোরোকুইনের মিশ্রণে করোনা আক্রান্তের চিকিত্‍সায় এর আগে অনুমোদন দিয়েছিল ICMR৷ খুব শীঘ্রই হয়তো দুই ওষুধের ব্যবহারের নয়া প্রোটোকল আনতে চলেছে কেন্দ্র৷
advertisement
AIIMS-এর মেডিসিন বিভাগের প্রধান চিকিত্‍সক নভীত উইগের কথায়, 'মাঝারি ও আশঙ্কাজনক রোগীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্সিজেনেশন বা শরীরে অক্সিজেনের জোগান৷ অ্যান্টি-ভাইরালে করোনা ভাইরাস আক্রান্তে প্রয়োগ খুব একটা আশাজনক ফল মেলেনি৷ তবে অ্যাজিথ্রোমাইসিন ও হাইড্রক্সিক্লোরোকুইনের মিশ্রণের ফল নির্ভর করছে কেস-টু-কেস৷ তাই ওষুধ দুটির ব্যবহারের গাইডলাইন জরুরি৷'
advertisement
তাঁর বক্তব্য, প্রাথমিক ভাবে কিছু ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন রোগীকে দেওয়া হয়েছিল, কারণ Covid-19 আক্রান্ত হওয়ার পরে কিছু রোগীর মধ্যে ব্যাক্টেরিয়া সংক্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছিল৷ তবে বেশি জরুরি অক্সিজেনেশনের৷
অ্যাজিথ্রোমাইসিন কী?
অ্যাজিথ্রোমাইসিন হল একটি অ্যান্টিবায়োটিক৷ ব্যাক্টেরিয়া সংক্রমণ ঠেকাতে এটি ব্যবহার করা হয়৷ যেমন নিউমোনিয়া, কিছু যৌন মিলন বাহিনত রোগ, ব্রঙ্কাইটিস বা কান, গলা, ফুসফুসে কিছু সংক্রমণ ইত্যাদি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জানিয়েছে, এই ওষুধ সর্দি-কাশির মতো ভাইরাল সংক্রমণজনীত অসুখে কাজ করে না৷ তবে প্রাথমিক ভাবে কিছু গবেষণায় দেখা গিয়েছিল, জিকা ও ইবোলার মতো ভাইরাসের বিরুদ্ধে ওষুধটি কাজ করছে৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সারাতে ফের এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুরু করতে পারে কেন্দ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement