Gym Vaccination: টিকাকরণ কর্মসূচি জিম ওনার ফোরামের, চাওয়া হল জিম খোলার অনুমতি

Last Updated:

জিমে কখন কে আসছেন বা তাঁদের শরীরের অবস্থা কেমন, তা নজরবন্দি করা হয়৷ প্রয়োজনে কোনও ব্যবস্থাও নেওয়া সম্ভব৷ যা রেস্তোরাঁ, মল বা সিনেমা হলে সম্ভব নয়, দাবি জিম মালিক শুভ্রজ্যোতির৷

#কলকাতা: পশ্চিমবঙ্গের জিম ওনার ফোরাম অ্যাসোসিয়েশেনর (Gym Owner Forum Association of West Bengal ) পক্ষে থেকে ২৫০জন সদস্যকে টিকাকরণ করা হল মঙ্গলবার৷ ২৫০ জনের মধ্যে ছিলেন বিভিন্ন জিমের মালিক, ট্রেনার ও স্টাফ (Gym owner, trainer, staff)৷ এছাড়াও ছিলেন তাঁদের পরিবারের সদস্যরা৷ টিকাকরণের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন এই গোষ্ঠীর সদস্যরা৷ তাঁদের একটাই দাবি যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিমগুলিকে (Kolkata Gym) বন্ধ না করে, নিয়মমাফিক খোলার অনুমতি দেওয়া হোক৷ কারণ জিমে শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতার উপরও জোর দেওয়া হয়, করোনার সঙ্গে লড়তে যা খুবই প্রয়োজন৷ এই যুক্তি তুলে ধরছেন বিভিন্ন জিমের মালিকারা৷
করোনার কোপে বন্ধ জিম (Gym closed COVID19)৷ ধীরে ধীরে বেশ কিছু ক্ষত্রকে ছাড় দেওয়া হলেও জিম খোলার কোনও বার্তা নেই এই মুহূর্তে৷ করোনার সুপার স্প্রেডারের (Super Spreader) তালিকাও জিমকেও রাখা হচ্ছে৷ আর এখানেই আপত্তি জিম মালিকদের৷ কারণ তাঁদের যুক্তি যে, জিমে শারীরিক কসরতের ফলে মানুষ আরও বেশি করোনা মোকাবিলায় সক্ষম হবেন৷ জিম শুধু নিখুঁত শরীর ধরে রাখার কারখানা নয়, এখানে মনেরও যত্ন নেওয়া, দাবি জিম মালিক ও ট্রেনারদের৷ করোনা সঙ্গে লড়াইয়ে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বারবার উঠে আসছে৷ তার সঙ্গে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন শরীরের বাড়তি মেদ ঝাড়াতে৷ কারণ অনেক ক্ষেত্রে তথ্য উঠে আসছে যে Obese বা স্থূলতার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়৷ জিম ওনার ফোরাম অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে শুভ্রজ্যোতি পাল চৌধুরি (Subhrajyoti Paul Chowdhury) দাবি করছেন যে নিয়মিত জিমে পা রাখলে এধরণের সমস্যায় কখনই পড়তে হবে না কাউকে৷ পাশাপাশি তিনি আরও বলছেন যে জিমকে সিনেমা হল বা মলের সঙ্গে তুলনা করা কোনও ভাবেই উচিৎ নয়৷ কারণ জিমে কখন কে আসছেন বা তাঁদের শরীরের অবস্থা কেমন, তা নজরবন্দি করা হয়৷ প্রয়োজনে কোনও ব্যবস্থাও নেওয়া সম্ভব৷ যা রেস্তোরাঁ, মল বা সিনেমা হলে সম্ভব নয়, দাবি শুভ্রজ্যোতির (রাইভ্যাল ফিটনেসের মালিক)৷ তাই জিমকে সুপারস্প্রেডারের তকমামুক্ত করার দাবি রাখছেন শুভ্রজ্যোতি সহ জিম ওনার ফোরামের একাধিক সদস্য৷ এই মর্মে সরকারের কাছে তাঁদের আর্জি অবিলম্বে জিম খোলোর অনুমতি দেওয়া হোক৷
advertisement
তার আগে নিজেদের মতো করে সমস্ত ব্যবস্থা নিচ্ছেন তাঁরা৷ মঙ্গলবার দক্ষিণ কলকাতায় একটি টিকাকরণ কর্মসূচি নেওয়া হয় Gym Owner Forum Association-এর পক্ষে থেকে৷ তাঁদের মতে জিম খোলার আগে থেকেই যদি ট্রেনার ও স্টাফেরা টিকা নিয়ে নেন, তাহলে সংক্রমণের ঝুঁকি অনেকটা কমবে৷ ফলে নিশ্চিন্তে জিমে গিয়ে শরীরচর্চায় ভরসা পাবেন অনেকে৷ এমনটাই জানাচ্ছেন গগন সচদেব (বডিলাইন স্পোর্টস), রূপম সিনহারা(ফিজিওম্যাক্স জিম)৷ এই কর্মসূচিতে সামিল ছিলেন বহু তারকাও৷ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেবপর্ণা পাল চৌধুরি (Deboparna Paul Chowdhury)৷ যিনি নিয়মিত জিমে যেতে পছন্দ করেন এবং পারিবারিক সূত্রে এই ব্যবসার সঙ্গে জড়িতে৷ তাঁর মতে জিমে শুধু মানুষ রোগা বা মোটা হতে আসেন না৷ শরীরকে সুস্থ রাখতে জিমে যাওয়া প্রয়োজন৷ এর পাশাপাশি ছিলেন অভিনেতা ওম সাহানি ও তাঁর স্ত্রী মিমি৷ রাইভল ফিটনেসের সঙ্গে তাঁদের দীর্ঘ সম্পর্ক৷ মিমি খুব স্পষ্ট করে বলেন যে, বাড়িতে কোনও ভিডিও দেখা শরীর চর্চা করা আদতে অনলাইন ক্লাসের মতো৷ স্কুলে না গেলে যেমন ঠিক মতো পড়াশুনা হয় না পড়ুয়াদের, তেমনই জিমে না গিয়ে অনলাইন ভিডিও দেখে এক্সারসাইজ করলেও তেমন উপকার হয় না বলে মত অভিনেত্রীর৷ এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তনী৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Gym Vaccination: টিকাকরণ কর্মসূচি জিম ওনার ফোরামের, চাওয়া হল জিম খোলার অনুমতি
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement