Coronavirus: করোনার ওষুধে কমল জিএসটি, সস্তা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, পাল্স অক্সিমিটার

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (GST on Covid 19 Medicines Slashed)৷ এ দিন জিএসটি কাউন্সিলের ৪৪ তম বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান নির্মলা সীতারমণ৷

#দিল্লি: কয়েকদিন আগেই ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার করোনার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ এবং আনুষাঙ্গিক জিনিসের উপর থেকে করের হার কমালো জিএসটি কাউন্সিল৷ পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের উপর জিএসটি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷
কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ দিন জিএসটি কাউন্সিলের ৪৪ তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল রাজ্যগুলি৷
তবে করোনার ভ্যাকসিনের উপরে ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে৷ যদিও করোনা চিকিৎসায় প্রয়োজনীয় হেপারিন, রেমডেসিভিরের মতো ওষুধের ক্ষেত্রে জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ মেডিক্যাল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, বাইপ্যাপ মেশিনের উপরেও জিএসটি-র হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ ১২ শতাংশ থেকে জিএসটি-র হার কমিয়ে ৫ শতাংশ করায় সস্তা হচ্ছে ভেন্টিলেটর, পাল্স অক্সিমিটার, মাস্ক, স্যানিটাইজার৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে৷ করোনা পরীক্ষায় প্রয়োজনীয় কিটের উপরেও করের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি-র হার কমিয়ে ২৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে৷
advertisement
advertisement
এ ছাড়াও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত টোসিলিজুমাব, অ্যাম্ফোটেরিসিন বি- এর মতো ওষুধের উপর থেকে কর পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: করোনার ওষুধে কমল জিএসটি, সস্তা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, পাল্স অক্সিমিটার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement