২৬ লক্ষ টাকার ডালে মহিলার হাঁচি, করোনা আতঙ্কে জিনিসপত্র ফেলে দিলেন দোকানদার
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
করোনার আতঙ্কে আজ গোটা পৃথিবী কাঁপছে ৷ বারেবারেই যেন মৃ্ত্যুর স্বপ্ন ঘুরে ফিরে আসছে
#নিউইয়র্ক: করোনা জুজুতে সারা পৃথিবী যেন এক্কেবারে কাবু হয়েছে ৷ বিশেষত আমেরিকা দিনের পর দিন আমেরিকার অবস্থা অত্যন্ত খারাপ হচ্ছে ৷ মৃতের সংখ্যা দু'হাজার ছাড়িয়েছে ৷ এরই মাঝে দেখার ঘটনা সামনে এসেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে চমকে দেওয়ার মত একটি ঘটনা একজন কৃষক প্রায় ২৬ লক্ষ টাকার ডাল ফেলে দিয়েছেন কেননা এক মহিলা হাঁচি দিয়েছেন বলে ৷ জানতে পারা গিয়েছে এক মহিলা দোকানে জিনিসপত্র নিতে গিয়ে দোকানের সামগ্রীর উপরে হেঁচে দিয়েছেন ৷
করোনা ভাইরাসের আতঙ্কে দোকানদার সমস্ত জিনিসপত্র ফেলে দিয়েছেন ৷ সিএনএনের সংবাদ সূত্রে খবর ৷ দোকানদার ভয় পেয়েছিলেন ওই মহিলার শরীরে করোনা ভাইরাস থাকতে পারে এই আশঙ্কায় সমস্ত জিনিসপত্র তিনি ফেলে দিয়েছেন ৷ এখানেই শেষ নয় সেই স্টোরে রুটি, মাংস উপরে হাঁচতে শুরু করেছিলেন ৷ জিনিসপত্র ফেলে দিয়ে দোকানের মালিক পুলিশকে ফোন করেছিলেন ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর ওই মহিলা জেনে শুনে এমনটাই করেছেন ৷ মহিলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ তবে প্রাথমিক পরীক্ষায় জানতে পারা গিয়েছে যে ওই মহিলার শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি ৷
view comments
Location :
First Published :
March 29, 2020 11:42 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
২৬ লক্ষ টাকার ডালে মহিলার হাঁচি, করোনা আতঙ্কে জিনিসপত্র ফেলে দিলেন দোকানদার