Covid in Bengal : "রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক" মোকাবিলায় 'জন আন্দোলন' গঠনের আবেদন রাজ্যপালের

Last Updated:

বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিনই নতুন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল প্রায় সাত হাজারের কাছাকাছি৷মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েক দিনে ভয়াবহ আকার নিয়েছে দেশের করোনা পরিস্থিতি৷ বৃহস্পতি ও শুক্রবার, পর পর দু’দিনের হিসাব বলছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে ২ লাখেরও বেশি করোনা রোগীর৷ পশ্চিমবঙ্গের অবস্থাও শোচনীয়৷ বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিনই নতুন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল প্রায় সাত হাজারের কাছাকাছি৷মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
advertisement
বিশেষজ্ঞদের মতে, নির্বাচন চলাতেই ক্রমশ খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি৷ রোড শো, মিটিং, মিছিলে করোনা বিধি শিকেয় উঠছে রাজ্যে৷ চিকিৎসকদের আশঙ্কা, ভোট মিটলে করোনার বাড়বাড়ন্ত সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে এ রাজ্যে৷ এই পরিস্থিতিতে শুক্রবারই সর্বদলীয় বৈঠকের ডাক দেয় রাজ্য নির্বাচন কমিশন৷ বাকি চার দফা ভোট, তিন দফার প্রচার কীভাবে করোনা বিধি মেনে কার্যকর করা যায়, বৈঠকে তা নিয়েই আলোচনা হয়৷
advertisement
ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচনের পর বাকি তিন দফা একদিনে সারার প্রস্তাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়৷ যদিও কমিশনের তেমন কোনও পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর৷ তবে জানা গিয়েছে সর্বদলীয় বৈঠকে ভার্চুয়াল প্রচারে সায় দেয়নি কোনও রাজনৈতিক দল। বিধি মেনে প্রচারে একসুর শোনা গিয়েছে সব দলের প্রতিনিধিদের মুখেই।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid in Bengal : "রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক" মোকাবিলায় 'জন আন্দোলন' গঠনের আবেদন রাজ্যপালের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement