#কলকাতা : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ট্যুইটারে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখর৷ শুক্রবার তাঁর ট্যুইট বার্তায় রাজ্যপাল লেখেন, রাজ্যের কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ এর মোকাবিলায় সকলকে উদ্যোগী হতে হবে৷ যাতে তা গণ আন্দোলনের রূপ নেয়৷ উপরাষ্ট্রপতির দফতর ও প্রধানমন্ত্রীর দফতরকেও ট্যাগ করে এই ট্যুইটটি করেন রাজ্যপাল। রেডক্রস-সহ সমস্ত হাসপাতালের সহযোগিতাও প্রার্থনা করেন তিনি৷
Covid challenge in State is worrisome. Time for all to be in affirmative mode so that combat shapes as जन आंदोलन। As way forward to interaction @VPSecretariat @PMOIndia with Governors on Covid-19 situation am seeking wider involvement #ViceChancellors #RedCross and Hospitals.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 16, 2021
প্রসঙ্গত, গত কয়েক দিনে ভয়াবহ আকার নিয়েছে দেশের করোনা পরিস্থিতি৷ বৃহস্পতি ও শুক্রবার, পর পর দু’দিনের হিসাব বলছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে ২ লাখেরও বেশি করোনা রোগীর৷ পশ্চিমবঙ্গের অবস্থাও শোচনীয়৷ বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিনই নতুন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ছিল প্রায় সাত হাজারের কাছাকাছি৷মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচন চলাতেই ক্রমশ খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি৷ রোড শো, মিটিং, মিছিলে করোনা বিধি শিকেয় উঠছে রাজ্যে৷ চিকিৎসকদের আশঙ্কা, ভোট মিটলে করোনার বাড়বাড়ন্ত সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়বে এ রাজ্যে৷ এই পরিস্থিতিতে শুক্রবারই সর্বদলীয় বৈঠকের ডাক দেয় রাজ্য নির্বাচন কমিশন৷ বাকি চার দফা ভোট, তিন দফার প্রচার কীভাবে করোনা বিধি মেনে কার্যকর করা যায়, বৈঠকে তা নিয়েই আলোচনা হয়৷
ইতিমধ্যেই পঞ্চম দফার নির্বাচনের পর বাকি তিন দফা একদিনে সারার প্রস্তাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়৷ যদিও কমিশনের তেমন কোনও পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর৷ তবে জানা গিয়েছে সর্বদলীয় বৈঠকে ভার্চুয়াল প্রচারে সায় দেয়নি কোনও রাজনৈতিক দল। বিধি মেনে প্রচারে একসুর শোনা গিয়েছে সব দলের প্রতিনিধিদের মুখেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Election 2021, Jagdeep Dhakhar, Jagdeep Dhankhar