করোনা মোকাবিলাকেই অগ্রাধিকার, পিছিয়ে যাচ্ছে Census, NPR-এর প্রক্রিয়া

Last Updated:

২০২১ সালের জনগণনার প্রথম পর্ব এবং এনপিআর আপডেট করার কাজ কবে শুরু হবে, তা এখনও ঘোষণা করেনি সরকার৷

#নয়াদিল্লি: আপাতত করোনাকে রোখাই লক্ষ্য৷ তাই চলতি বছরে জাতীয় নাগরিক পঞ্জি (NPR) এবং আদম সুমারির (Census) কাজ স্থগিত রাখছে কেন্দ্রীয় সরকার৷ অন্তত এক বছরের জন্য এই প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে বলেই সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে দাবি করা হয়েছে৷
ভারতে জনগণনার কাজ গোটা বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম প্রক্রিয়া৷ প্রায় ৩০ লক্ষ সরকারি কর্মী বাড়ি গিয়ে আদমসুমারির কাজ সারেন৷ সরকারি এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'এই মুহূর্তে জনগণনার কাজ গুরুত্বপূর্ণ নয়৷ এই প্রক্রিয়া এক বছর পিছিয়ে গেলেও কোনও ক্ষতি হবে না৷'
২০২১ সালের জনগণনার প্রথম পর্ব এবং এনপিআর আপডেট করার কাজ কবে শুরু হবে, তা এখনও ঘোষণা করেনি সরকার৷ তবে যেভাবে দেশে করোনা সংক্রমণ বাড়ছে তাতে ২০২০ সালে যে এই প্রক্রিয়া শুরু হবে না, তা চূড়ান্ত৷
advertisement
advertisement
জনগণনাতে বাড়ি চিহ্নিতকরণের কাজ এবং এনপিআর আপডেট করার কাজ চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল৷ কিন্তু করোনা অতিমারির জেরেই তা পিছিয়ে যায়৷ যেহেতু এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের বাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন, তাই স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতার জেরেই আপাতত এই প্রক্রিয়া শুরু করার প্রশ্নই উঠছে না৷
advertisement
এনপিআর নিয়ে কয়েকটি রাজ্যের আপত্তি থাকলেও জনগণনা নিয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিল সব রাজ্যই৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা মোকাবিলাকেই অগ্রাধিকার, পিছিয়ে যাচ্ছে Census, NPR-এর প্রক্রিয়া
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement