#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ছাড়াল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজারের বেশি ৷
ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮৫ হাজার । মৃত বেড়ে ২,৭৫৩ ।রাশিয়াতে আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজার। গত ২৪ ঘণ্টাতেই আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি । রাশিয়ায় মৃত্যু হয়েছে ২,৪১৮ জনের । সুস্থ হয়েছেন ৫৮ হাজারের কাছাকাছি । ব্রিটেনে আক্রান্ত ২ লক্ষ ৩৭ হাজার । মৃতের সংখ্যা ৩৩ হাজার ৯৯৮ । স্পেনে আক্রান্ত ২ লক্ষ ৩০ হাজার । তার মৃত্যু হয়েছে ২৭ হাজার মানুষের । ইতালিতে আক্রান্ত ২ লক্ষ ২৪ হাজার । মৃত ৩১ হাজার ৬১০ জন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona death toll, Coronavirus, World corona