গোটা বিশ্বকে গ্রাস করছে মৃত্যুভয়, শুধু আমেরিকাতেই মৃত ছাড়াল ৭৮ হাজার

Last Updated:

বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ১১ হাজার ৫৮৭ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ১১ হাজার ৫৮৭ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ছাড়িয়ে গিয়েছে ।
ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩১ হাজার ২৪১ জন। আর এর ফলে করোনা মহামারিতে মৃত্যুতে ইতালিকে টপকে গিয়েছে ব্রিটেন। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩০ হাজার ২০১ জনের। সুস্থ হয়েছেন ৯৯ হাজার । আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজার মানুষ । ইউরোপে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় এখন শীর্ষে ব্রিটেন ৷ অন্যদিকে এখনও করোনায় সর্বাধিক মৃত্যুতে আমেরিকাকে কেউ ছাপিয়ে যেতে পারেনি । সেখানে মৃত ৭৮ হাজার ১৯৮ জন । তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শুধু মৃত্যু হয়েছে ১,৯২৬ জনের । আক্রান্ত ১৩ লক্ষ ২০ হাজার । তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার জন । স্পেনে আক্রান্ত ২ লক্ষ ২৩ হাজার । মৃত ২৬ হাজার ২৯৯ জন । সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩১ হাজার মানুষ ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
গোটা বিশ্বকে গ্রাস করছে মৃত্যুভয়, শুধু আমেরিকাতেই মৃত ছাড়াল ৭৮ হাজার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement