#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ১১ হাজার ৫৮৭ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ছাড়িয়ে গিয়েছে ।ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩১ হাজার ২৪১ জন। আর এর ফলে করোনা মহামারিতে মৃত্যুতে ইতালিকে টপকে গিয়েছে ব্রিটেন। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩০ হাজার ২০১ জনের। সুস্থ হয়েছেন ৯৯ হাজার । আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজার মানুষ । ইউরোপে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় এখন শীর্ষে ব্রিটেন ৷ অন্যদিকে এখনও করোনায় সর্বাধিক মৃত্যুতে আমেরিকাকে কেউ ছাপিয়ে যেতে পারেনি । সেখানে মৃত ৭৮ হাজার ১৯৮ জন । তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শুধু মৃত্যু হয়েছে ১,৯২৬ জনের । আক্রান্ত ১৩ লক্ষ ২০ হাজার । তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার জন । স্পেনে আক্রান্ত ২ লক্ষ ২৩ হাজার । মৃত ২৬ হাজার ২৯৯ জন । সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩১ হাজার মানুষ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona death, Corona death toll, Coronavirus, World corona