গোটা বিশ্বকে গ্রাস করছে মৃত্যুভয়, শুধু আমেরিকাতেই মৃত ছাড়াল ৭৮ হাজার
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ১১ হাজার ৫৮৭ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ১১ হাজার ৫৮৭ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ছাড়িয়ে গিয়েছে ।
ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩১ হাজার ২৪১ জন। আর এর ফলে করোনা মহামারিতে মৃত্যুতে ইতালিকে টপকে গিয়েছে ব্রিটেন। ইতালিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩০ হাজার ২০১ জনের। সুস্থ হয়েছেন ৯৯ হাজার । আক্রান্ত ২ লক্ষ ১৭ হাজার মানুষ । ইউরোপে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় এখন শীর্ষে ব্রিটেন ৷ অন্যদিকে এখনও করোনায় সর্বাধিক মৃত্যুতে আমেরিকাকে কেউ ছাপিয়ে যেতে পারেনি । সেখানে মৃত ৭৮ হাজার ১৯৮ জন । তার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শুধু মৃত্যু হয়েছে ১,৯২৬ জনের । আক্রান্ত ১৩ লক্ষ ২০ হাজার । তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার জন । স্পেনে আক্রান্ত ২ লক্ষ ২৩ হাজার । মৃত ২৬ হাজার ২৯৯ জন । সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩১ হাজার মানুষ ।
view commentsLocation :
First Published :
May 09, 2020 8:51 AM IST