#নয়াদিল্লি: করোনা-পরিস্থিতি স্বাভাবিক জীবনযাপনে একাধিক বদল এনেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে স্কুলগুলোতে দীর্ঘ দিন ধরে ছুটি রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ওয়র্ক ফ্রম হোম চলছে। তবে আপনার বিনোদনে কোনও খামতি থাকবে না। কারণ শিশু, কিশোর থেকে শুরু করে দম্পতি পর্যন্ত, সবার বিনোদন আর অসবর কাটানোর জন্য রয়েছে একাধিক গেম। আসুন দেখে নেওয়া যাক বিশদে।
TRAGOSএটি একটি পার্টি কার্ড গেম। পপ কালচার থিমে তৈরি হয়েছে এই গেম। এর দাম ৩.৯৯ ডলার। এটি TragosGame.com-এ পাওয়া যায়। স্প্যানিশ ও ইংরেজি দুই ভাষাতেই এই গেম খেলার অপশন রয়েছে।
DO YOU LOOK LIKE YOUR CAT?ক্যাট কার্ড আর হিউম্যান কার্ড। বিড়াল ও মানুষের নানা মজাদার প্রশ্ন রয়েছে এই কার্ড মেমোরি গেমে। ক্যাটের পাশাপাশি এই গেমের একটি ডগ ভার্সনও রয়েছে। দাম ১৬.৯৯ ডলার। যে কোনও ই-কমার্স ওয়েবসাইটে পাওয়া যাবে এই গেম।
BOOM AGAINদু'জন প্লেয়ার কিংবা দু'টি টিমে খেলা যায় এই গেম। এই ক্যুইজ গেম আপনার নজর কাড়বে। রাজনীতি, সামাজিক আন্দোলন, সিনেমা, বিজ্ঞাপনের নানা জিঙ্গল, গানসহ একাধিক বিষয়ে প্রায় ২,২০০ প্রশ্ন রয়েছে এই গেমে। রয়েছে নানা ক্যাটাগরি। প্রশ্নের উত্তরে পয়েন্ট সিস্টেম রয়েছে। এই গেমের দাম ৪৫ ডলার। এটি শুধুমাত্র BoomAgain.com-এ পাওয়া যায়।
MTV, THE THROWBACK MUSIC PARTY GAMEআশি, নব্বইয়ের দশক ও পরের দিকের MTV লাভারদের জন্য এটি একটি দারুণ গেম। নানা ক্যাটাগরি ও টাস্ক রয়েছে এই গেমে। কার্ডের মাধ্যমে পাওয়া যাবে পয়েন্ট। এর দাম ১৯.৯৯ ডলার। ওয়ালমার্ট ও Amazon-এ পাওয়া যাবে এই গেম।
ANIMAL MAH-JONGনানা কার্ড, প্রাণী ও চাইনিজ ক্যারেক্টার দিয়ে সাজানো হয়েছে এই গেম। এই গেমের ইলাস্ট্রেশন অত্যন্ত আকর্ষণীয়। যে কোনও গেমিং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এটি। দাম ৩৪.৯৯ ডলার।
PANDOকোন প্রাণীর মতো দেখতে আপনি? এই রকম নানা প্রশ্ন ও মজার খেলায় সাজানো হয়েছে এই গেমিং অ্যাপকে। রয়েছে কার্ডস ও পয়েন্ট সিস্টেম আর প্রায় ১০০০টি প্রশ্ন। দাম ২৫ ডলার। পাওয়া যাচ্ছে PlayPando.com, Amazon-সহ বেশ কয়েকটি ওয়েবসাইটে।
KIDS AGAINST MATURITYআট বছর ও তার উর্ধ্বে যে কারও জন্য এই ফিল-ইন-দ্য-ব্ল্যাঙ্ক গেম মন্দ নয়। শেখার পাশাপাশি রয়েছে ভরপুর বিনোদন। প্রশ্নোত্তর পর্বে নানা কার্ডের মাধ্যমে পয়েন্টও পাওয়া যায়। প্রতি রাউন্ড শেষে উইনারও ঘোষণা করা হয়। এর দাম ২৯.৯৯ ডলার। Amazon ও KidsAgainstMaturity.com-এ পাওয়া যাচ্ছে এই গেম।
THE #UPSIDEDOWNCHALLENGEGAMEএই গেমও বাচ্চাদের জন্য যথাযথ। গেমের মধ্যে স্পেশ্যাল হলিডে, বার্থডে, টু-পারসন চ্যালেঞ্জসহ একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। দাম ১৯.৯৯ ডলার। টার্গেট, amazon ছাড়াও যে কোনও গেমিং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই গেম।
SKETCHY TALES, DISNEY EDITIONএই গেমে নানান অদ্ভুত কায়দায় ক্লাসিক জিজনি ক্যারেক্টারের ছবি এঁকে চলে প্লেয়াররা। বেস্ট ড্রয়িংয়ের উপর ভিত্তি করেই পয়েন্ট বরাদ্দ হয়। আট বছর বা তার উর্ধ্বে ছেলে-মেয়েদের জন্য এই গেম যথাযথ। প্রায় ৬০টি ডিজনি ক্যারেক্টার রয়েছে এই গেমে। এর দাম ১৯.৯৯ ডলার। পাওয়া যাচ্ছে টার্গেট ও amazon-এ।
MARVEL UNITEDএটি একটি ফাস্ট মুভিং কো-অপারেটিভ গেম। এ ক্ষেত্রে প্লেয়াররা মার্ভেল সুপারহিরোদের একত্র করে শত্রুপক্ষকে ধ্বংস করে। একটি গল্পও রয়েছে গেমটিতে, যেখানে প্লেয়াররা ভিলেন কার্ড ও হিরো কার্ড পায়। ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, আয়রন ম্যান থেকে শুরু করে সবাই রয়েছে এখানে। আট বছর বা তার উর্ধ্বে ছেলে-মেয়েদের জন্য যথাযথ এই গেমের দাম ৩৪.৯৯ ডলার। Amazon, টার্গেট, ওয়ালমার্টে পাওয়া যাচ্ছে এই গেম।