#মুম্বই: দক্ষিণ মুম্বই মার্কেটে গত ৯৩ বছর ধরে সুবিশাল সিংহাসনে তিনি বসেন৷ লালবাগের রাজা বলা হয় তাঁকে৷ করোনা অতিমারির জেরে সেই রাজাকে এ বার দেখা যাবে না৷ এই প্রথম মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত গণেশ পুজো লালবাগচা রাজার সেই সুবিশাল মূর্তি থাকবে না৷ গণেশ উত্সব পালিত হবে৷ কিন্তু অন্যরকম ভাবে৷ রক্ত ও প্লাজমা ডোনেশন ক্যাম্প তৈরি হবে সেখানে৷ এই ভাবেই গণেশ পুজোয় স্বাস্থ্য উত্সবে মাতবে মুম্বইবাসী৷
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার জেরে লালবাগচা রাজা গণেশোত্সব মণ্ডল এই সিদ্ধান্ত নিয়েছে৷ মহারাষ্ট্রে ১ লক্ষ ৭৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত৷ দেশের মধ্যে সবচেয়ে বেশি৷
পুজো কমিটির সিদ্ধান্ত, গণেশ উত্সবের ১১ দিন ধরেই চলবে এই স্বাস্থ্য শিবির৷ গণেশ পুজো ও বিসর্জনের উত্সবকে (গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্থী পর্যন্ত) এ বার স্বাস্থ্য উত্সব হিসেবে পালন করা হবে৷ ৩ থেকে ৪ ফুটের ছোট একটি মূর্তি রাখা হবে৷ ট্র্যাডিশনাল পুজো ও অন্যান্য আচার পালিত হবে৷ কিন্তু বিরাট করে উত্সব হবে না৷
প্রতি বছর গণেশ উত্সবে কয়েক লক্ষ ভক্ত জড়ো হন লালবাগচা রাজার প্যান্ডেলে৷ ১৫ ফুটের বিরাট আকারের গণেশ মূর্তি থাকে৷ কোটি কোটি টাকা দান করেন মানুষ৷ সোনা, রুপোও দান করা হয়৷ গণেশ উত্সব চলাকালীন ওই প্যান্ডেলে প্রতিদিন গড়ে ৮০ হাজার থেকে ১ লক্ষ মানুষ ভিড় করেন৷
গত মাসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সবাইকে আবেদন করেন, করোনা সংক্রমণ ঠেকাতে খুবই সামান্য করে গণেশ পুজো হোক৷ আড়ম্বর এ বছর না করাই ভাল৷ তার বদলে সামাজিক উন্নয়নমূলক কিছু করুক পুজো সংগঠনগুলি৷ এ বছর গণেশ পুজো শুরু হচ্ছে আগামী ২২ অগাস্ট৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganesh Chaturthi 2020, Ganesh Utsav 2020, Lalbaugcha Raja