Unlock 2 -পর্বে কোন কোন জায়গায় ছাড়, চলবে কি মেট্রো, আন্তর্জাতিক উড়ান নিয়ে আলোচনা

Last Updated:

১ জুলাই থেকে কী হবে বদল

#নয়াদিল্লি:  করোনা ভাইরাস অতিমারী -র কারণে দেশে ২৫ মার্চ থেকে ৩১ মে লকডাউন করা হয়েছিল৷ এরপর ১ জুন থেকে লকডাউনের পঞ্চম পর্বে দেশ- একইসঙ্গে দেশে শুরু হয়েছে আনলক ১ ৷ জুনের ৩০ তারিখ অবধি এই আনলক ওয়ান পর্ব চলেছে ৷ এবার সরকার ৩০ তারিখের পরের সময় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ৷ আনলক ২.০ - এই পর্বে ফের নতুন করে গাইডলাইন জারি করকরোনা ভাইরাস অতিমারী -র কারণে দেশে ২৫ মার্চ থেকে ৩১ মে লকডাউন করা হয়েছিল৷ এরপর ১ জুন থেকে লকডাউনের পঞ্চম পর্বে দেশ- একইসঙ্গে দেশে শুরু হয়েছে আনলক ১ ৷ জুনের ৩০ তারিখ অবধি এই আনলক ওয়ান পর্ব চলেছে ৷ এবার সরকার ৩০ তারিখের পরের সময় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ৷ আনলক ২.০ - এই পর্বে ফের নতুন করে গাইডলাইন জারি করবে সরকার ৷ আধিকারকদের সঙ্গে সিএনএন নিউজ ১৮-কে জানিয়েছেন এই পর্বে সরকারের ফোকাসে থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা,স্কুল ও মেট্রো পরিষেবা ৷
আনলক ২.০ পর্বের নতুন সরকারি নিয়মবিধি জারি হবে এমনটাই জানিয়েছন আধিকারিকরা ৷ তাঁরা জানিয়েছেন দ্বিতীয়পর্বের আনলকের নতুন করে নিয়মবিধি তৈরি করার কাজ চলছে ৷ আন্তর্জাতিক বিমান পরিষেবার বেশ কিছু লাইন ভেবেচিন্তে খোলার সম্ভবনা যেখানে উজ্জ্বল তেমনিই মেট্রো পরিষেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে এমনটাই ইঙ্গিত আধিকারিকদের ৷
বড় শহরগুলিতে যেহেতু সংক্রমণের মাত্রা প্রবল তাই এই মুহূর্তে মেট্রো পরিষেবা চালু করার বিষয় নিয়ে ভাবছে ৷ দিল্লিতে করোনা সংক্রমণ প্রবল, চেন্নাইতে দ্বিতীয় পর্বে লকডাউন করা হয়েছে এই অবস্থায় বেঙ্গালুরুতেও এলাকাভিত্তিক লকডাউন জারি রয়েছে ৷ এই অবস্থায় মেট্রো -র মতো গণপরিবহন ব্যবস্থা খুলে দেওয়া উপযুক্ত হবে কিনা তা জানা নেই ৷
advertisement
advertisement
করোনা ভাইরাসের তীব্রতা এতটাই বেড়েছে যে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন ৷ কর্ণাটক সরকার ছাড়া অধিকাংশ রাজ্য সরকার নিজের নিজের বোর্ড পরীক্ষা রদ করে দিয়েছে ৷ আনলক ১ পর্বে যে স্কুল কলেজ কোনওভাবেই খোলা হবে না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অভিভাবকদের থেকে প্রস্তাব নেওয়ার পর ৷
advertisement
তবে সীমিত কিছু রুটে ফের আন্তর্জাতিক উড়ান ভরার পক্ষে ভাবনাচিিন্তা চালাচ্ছে ভারত সরকার ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 2 -পর্বে কোন কোন জায়গায় ছাড়, চলবে কি মেট্রো, আন্তর্জাতিক উড়ান নিয়ে আলোচনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement