Flight Covid Rules : বড় সিদ্ধান্ত নবান্নের! আকাশপথে কলকাতায় ঢুকতে পূরণ করতেই হবে এই শর্ত

Last Updated:

Flight Covid Rules : এখন থেকে বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামতে গেলে ভ্যাকসিনের দু’টি ডোজ় নেওয়া থাকতেই হবে। তবেই শহরে প্রবেশের ছাড়পত্র মিলবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা।

#কলকাতা : কলকাতাকে কোভিড-মুক্ত (Covid-19) করতে আরও একটি বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Govt)। আকাশপথে শহরে প্রবেশ করতে গেলে এ বার করোনা টিকার দু’টি ডোজ় নেওয়া বাধ্যতামূলক করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর (State Home Ministry)। এখন থেকে বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামতে গেলে ভ্যাকসিনের দু’টি ডোজ় নেওয়া থাকতেই হবে। তবেই শহরে প্রবেশের ছাড়পত্র মিলবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
অন্যদিকে যদি কেউ করোনা ভ্য়াকসিনের একটি ডোজ় নিয়ে থাকেন, বা ভ্যাকসিনের কোনও ডোজ় নাও নিয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রেও প্রবেশের সুযোগ থাকছে। সেক্ষেত্রে বিমানে সফর করার কমপক্ষে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে যাত্রীকে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া এই চিঠিতে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।গোটা দেশ কার্যত তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁটা হয়ে আছে। আর ঠিক তখনই রাজ্যের এই নির্দেশিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
করোনার সংক্রমণ ছড়ানোর মতোই এর প্রকোপে রাশ টানতেও বিমানবন্দরগুলি বড় ভূমিকা নিয়েছিল প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে। সেইমতো একটা দীর্ঘ সময় আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ করে রেখেছিল কেন্দ্রীয় সরকার। তা পুনরায় শুরু হয়েছে ঠিকই, কিন্তু যাতায়াত এখনও আগের মতো হয়নি। এ বার গোটা বিশ্বে চোখ রাঙানো শুরু করেছে তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউ গোটা দেশে যে ধরনের মারণ থাবা বসিয়েছে তারপর তৃতীয় ঢেউ নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায় না কোনও সরকার। যে কারণে আগেভাগে এমন সময়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে যখন সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Flight Covid Rules : বড় সিদ্ধান্ত নবান্নের! আকাশপথে কলকাতায় ঢুকতে পূরণ করতেই হবে এই শর্ত
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement