৬২৪ বছরে প্রথম, করোনার প্রকোপে বন্ধ মাহেশের রথযাত্রা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মন্দির কর্তৃপক্ষ জানান, প্রতিবছর রথকে কেন্দ্র করে মেলা বসে। প্রচুর মানুষের সমাগম হয়। তাই সরকারি নির্দেশ মেনে রথযাত্রার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
#হুগলি: ৬২৪ তম বর্ষে মাহেশের রথের রশিতে পড়বে না টান ৷ বহু ঐতিহ্যমণ্ডিত শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এবার হচ্ছে না। করোনা আর লকডাউনের ফলে এবার শ্রীরামপুর মাহেশের রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষ জানান, প্রতিবছর রথকে কেন্দ্র করে মেলা বসে। প্রচুর মানুষের সমাগম হয়। তাই সরকারি নির্দেশ মেনে রথযাত্রার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী ৫ জুন স্নানযাত্রা হবে না স্নানমঞ্চে। এ দিন তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে বার করে বারান্দায় এনে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হবে। পাশাপাশি রথের দিন তিন বিগ্রহকে বের করে মন্দিরের পাশে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়িতে রাখা হবে। শুধুমাত্র নারায়ণ শিলা যাবে দেড় কিলোমিটার দূরে মাসির বাড়ি।
advertisement
শনিবার পৌরসভা প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ বৈঠকে রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও।
advertisement
Location :
First Published :
May 30, 2020 6:42 PM IST

