corona virus btn
corona virus btn
Loading

পেট চালাতে গেলে লড়তে হবে,তাই বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সাররা, দেখুন ভিডিও

পেট চালাতে গেলে লড়তে হবে,তাই বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সাররা, দেখুন ভিডিও
Photo- Collected

এ কীরকম পৃথিবী

  • Share this:

#মানাগুয়া: করোনা অতিমারির জেরে সারা পৃথিবীর অর্ধেকটাই বন্ধ ৷ সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে পাশাপাশি খেলার দুনিয়ার সমস্ত ধরণের ইভেন্টও বন্ধ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক্সের মতো বড় ইভেন্টও ৷ কিন্তু এরই মধ্যে বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সার-রা ৷

করোনার মারণ ভয় থাকলেও বক্সিং রিংয়ে না নামলে পেট চলবে না তাই ফের শুরু হয়ে গেল এই খেলা ৷ এদিকে ইতিমধ্যেই সেখানে ফুটবলও চালু হয়ে গেছে ৷ শনিবার প্রথম লাইভ খেলা হয় ৷ সেই লড়াই দেখতে হাজির ছিলেন দর্শকরাও ৷ তবে তাঁদের দূরে দূরে বসানো হয়েছিল ৷ প্রথমে বডি টেম্পারেচার পরীক্ষা করার পর তাদের হাত স্যানেটাইজ করে ও জুতো খুলে ভিতরে দর্শকাসনে যেতে দেওয়া হয়েছিল ৷

Photo- Reuters Photo- Reuters

এদিকে বক্সারদের আবার গায়েই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হয় ৷ মাস্ক পরেছিলেন রিং গার্লরা,রেফারি এমনকি বক্সাররাও ৷ তবে পরে খেলার সময় বক্সাররা মাস্ক সরিয়ে নিয়েছিলেন ৷ মানাগুয়ার এই বক্সিং ইভেন্ট এখন সারা বিশ্বে চর্চার মুখে ৷

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ি করোনায় নিকারাগুয়ায় তিনজন মারা গিয়েছেন। জানা গেছে, তিনজনই বাইরে থেকে এসেছিলেন। এই মুহূর্তে দেশের মধ্যে কেউ আক্রান্ত নন। তবে ৮ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে হাজির ছিল হাতেগোনা কিছু দর্শক।চারটি ছ’‌য় রাউন্ডের ম্যাচের বাউট হয়। অংশ নেন লাইট হেভিওয়েট দুই প্রতিপক্ষ রামেরো ব্লাঙ্কো ও রবিন জামোরো। এই বাউট টেলিভিশনেও সম্প্রচার হয় ৷

এদিকে বক্সিং রিংয়ের পাশেই হাজির ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান ৷ এছাড়াও চিকিৎসকের একটা বড় দলও হাজির ছিলেন ৷

Published by: Debalina Datta
First published: April 27, 2020, 4:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर