পেট চালাতে গেলে লড়তে হবে,তাই বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সাররা, দেখুন ভিডিও

Last Updated:

এ কীরকম পৃথিবী

#মানাগুয়া: করোনা অতিমারির জেরে সারা পৃথিবীর অর্ধেকটাই বন্ধ ৷ সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে পাশাপাশি খেলার দুনিয়ার সমস্ত ধরণের ইভেন্টও বন্ধ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক্সের মতো বড় ইভেন্টও ৷ কিন্তু এরই মধ্যে বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সার-রা ৷
করোনার মারণ ভয় থাকলেও বক্সিং রিংয়ে না নামলে পেট চলবে না তাই ফের শুরু হয়ে গেল এই খেলা ৷ এদিকে ইতিমধ্যেই সেখানে ফুটবলও চালু হয়ে গেছে ৷ শনিবার প্রথম লাইভ খেলা হয় ৷ সেই লড়াই দেখতে হাজির ছিলেন দর্শকরাও ৷ তবে তাঁদের দূরে দূরে বসানো হয়েছিল ৷ প্রথমে বডি টেম্পারেচার পরীক্ষা করার পর তাদের হাত স্যানেটাইজ করে ও জুতো খুলে ভিতরে দর্শকাসনে যেতে দেওয়া হয়েছিল ৷
advertisement
Photo- Reuters Photo- Reuters
advertisement
এদিকে বক্সারদের আবার গায়েই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হয় ৷ মাস্ক পরেছিলেন রিং গার্লরা,রেফারি এমনকি বক্সাররাও ৷ তবে পরে খেলার সময় বক্সাররা মাস্ক সরিয়ে নিয়েছিলেন ৷ মানাগুয়ার এই বক্সিং ইভেন্ট এখন সারা বিশ্বে চর্চার মুখে ৷
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসেব অনুযায়ি করোনায় নিকারাগুয়ায় তিনজন মারা গিয়েছেন। জানা গেছে, তিনজনই বাইরে থেকে এসেছিলেন। এই মুহূর্তে দেশের মধ্যে কেউ আক্রান্ত নন। তবে ৮ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে হাজির ছিল হাতেগোনা কিছু দর্শক।চারটি ছ’‌য় রাউন্ডের ম্যাচের বাউট হয়। অংশ নেন লাইট হেভিওয়েট দুই প্রতিপক্ষ রামেরো ব্লাঙ্কো ও রবিন জামোরো। এই বাউট টেলিভিশনেও সম্প্রচার হয় ৷
advertisement
এদিকে বক্সিং রিংয়ের পাশেই হাজির ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান ৷ এছাড়াও চিকিৎসকের একটা বড় দলও হাজির ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পেট চালাতে গেলে লড়তে হবে,তাই বক্সিং রিংয়ে নেমে পড়লেন নিকারাগুয়ার বক্সাররা, দেখুন ভিডিও
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement