করোনা টিকা নিয়ে কী বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর?

Last Updated:

ভারতে দ্বিতীয় পর্যায়ে ষাটোর্ধ্বদের করোনা টিকা দেওয়ার পাশাপাশি কোমর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সীরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

#নয়াদিল্লি: দ্বিতীয় দফায় করোনা টীকাকরণ কর্মসূচি শুরু হয়েছে ভারতে। সোমবার সকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) দিল্লি এইমসে (AIMS) গিয়ে করোনা টিকা নেন৷ দেখতে গেলে দ্বিতীয় পর্যায়ের টীকাকরণের শুভারম্ভ মোদিকে দিয়েই হল, শুধু প্রধানমন্ত্রীই নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) টিকা নেন সকালে৷
এদিন সন্ধ্যায় করোনার টিকার প্রথম ডোজ নিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (S Jaishankar)৷ নিজে ট্যুইট করে সেই ছবি শেয়ার করলেন৷ তিনি লিখলেন, "টিকা নিলাম৷ কৌতূহলীদের জানাতে চাই আমি কোভ্যাকসিন (Covaxin) নিয়েছি৷ নিশ্চিন্তে ও নিরাপদে এবার ভ্রমণ করতে পারব৷" ভারতে দ্বিতীয় পর্যায়ে ষাটোর্ধ্বদের করোনা টিকা দেওয়ার পাশাপাশি কোমর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সীরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
advertisement
advertisement
এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও করোনা টিকা নিয়েছেন৷ টিকা নেওয়ার পরেই তিনি জানিয়েছেন যে, তাঁর সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেবে৷ এমনকী নির্বাচিত বেসরকারি হাসপাতালেও টিকাকরণ হবে একদম ফ্রি-তেই৷
advertisement
এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১.৪৩ কোটি দেশবাসীকে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়া গেলেও, বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রতি ডোজের খরচ ২৫০ টাকা করে লাগছে৷
সরাসরি Co-WIN2.0 অ্যাপে নাম লিখিয়ে ভ্যাকসিন পাওয়া যাবে৷ নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী একে একে ভ্যাকসিন ডোজ মিলবে৷ এর জন্য নাম নথিভুক্ত করতে হবে কোউইন ২.০ বা আরোগ্য সেতুর মাধ্যমে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা টিকা নিয়ে কী বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement