Viral: লকডাউনে প্রিয় মানুষটিকে দেখতে পায়নি বহুদিন, চিড়িয়াখানার কর্মীকে দেখেই আনন্দে লাফিয়ে উঠল গণ্ডার !

Last Updated:

হঠাৎ একদিন সকালে নিজের মনের মানুষটিকে দেখতে পেয়েই আনন্দে লাফাতে থাকে ৬ বছর বয়সের ওই গণ্ডারটি ৷

#টেক্সাস: করোনার থাবায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এখন ভয়াবহ ! প্রতিদিনই সেখানে বাড়ছে মৃতের সংখ্যা ৷ লকডাউনে এখন জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ ৷ বন্ধ দেশের সব চিড়িয়াখানাও ৷ এই অবস্থায় চিড়িয়াখানার প্রাণীরাও খেতে হয়তো ঠিকঠাকই পাচ্ছে কিন্তু মানুষ এবং চিড়িয়াখানার কর্মীদের ছাড়া একটু যেন মনমরাই হয়ে পড়েছে ৷
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি চিড়িয়াখানার ৷ সেখানে দেখা যাচ্ছে একটা গণ্ডার নিজের জু-কিপারকে দেখে আনন্দে প্রায় লাফিয়ে উঠেছে ৷ লকডাউনে বহুদিন চিড়িয়াখানায় আসতে পারেননি ওই কর্মী ৷ নিজের জু-কিপারকে না পেয়ে স্বভাবতই মুখ ভার ছিল ওই গণ্ডারের ৷ কিছুতেই যেন মন বসছিল না বিলুপ্তপ্রায় প্রজাতির ওই গণ্ডারটির ৷ খেলা ভুলে গিয়েছিল ৷ ঠিকমতো খাবারও খাচ্ছিল না  ৷ হঠাৎ একদিন সকালে নিজের মনের মানুষটিকে দেখতে পেয়েই আনন্দে লাফাতে থাকে ৬ বছর বয়সের ওই গণ্ডারটি ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল ৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Viral: লকডাউনে প্রিয় মানুষটিকে দেখতে পায়নি বহুদিন, চিড়িয়াখানার কর্মীকে দেখেই আনন্দে লাফিয়ে উঠল গণ্ডার !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement