Satyarup Siddhanta : জয় করেছেন এভারেস্টের চূড়া, এবার করোনা জয়ে রোগীদের পাশে সত্যরূপরা!

Last Updated:

‘সেভেন মাউন্টেনিয়ার’ হিসেবে বাঙালির গর্ব সত্যরূপ সিদ্ধান্ত (Satyarup Siddhanta)। কিন্তু এই কোভিড (Coronavirus Pandemic) কালে চারিদিকে যখন অক্সিজেনের হাহাকার, ঘরে বসে থাকা সম্ভব হয়নি তাদের পক্ষেও। আর সেই কারণেই “অক্সিজেন অন হুইলস” প্রজেক্ট শুরু করলেন তাঁরা।

‘সেভেন মাউন্টেনিয়ার’ হিসেবে বাঙালির গর্ব সত্যরূপ সিদ্ধান্ত (Satyarup Siddhanta)। কিন্তু এই কোভিড কালে চারিদিকে যখন অক্সিজেনের হাহাকার, ঘরে বসে থাকা সম্ভব হয়নি তাদের পক্ষেও। আর সেই কারণেই কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং লিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ৭ মে “অক্সিজেন অন হুইলস” প্রজেক্ট শুরু করলেন তাঁরা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারও। দুটি অ্যাম্বুলেন্স সর্বক্ষণ পৌঁছে যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি। থাকছে অক্সিজেন কন্সেন্ট্রেটর, কোভিড রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি।
advertisement
ইতিমধ্যেই উপকৃত হয়েছেন বহু মানুষ। সত্যরূপ জানান, “আমরা প্রায়ই একুশটা কন্সেন্ট্রেটর নিয়ে শুরু করেছিলাম। চাহিদার তুলনায় যোগান তাও কম। কারণ কল এসেছে প্রায় ছ হাজার। তবে তার মধ্যে এমারজেন্সি কেস বেছে নিয়ে আমরা আমাদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। অক্সিজেন স্যাচুরেশন নব্বইয়ের নিচে নেমে গেলে তখন প্রথম দরকার অক্সিজেন এবং হসপিটালাইজেন। আমরা চাইছি রোগীর পরিবার যাতে অন্তত অক্সিজেনের বিষয়টিতে নিশ্চিন্ত হতে পারে। সেক্ষেত্রে হাসপাতালে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হয়।”
advertisement
advertisement
শুধু কলকাতা এবং তার আশপাশেই নয়। সত্যরূপ জানান ইতিমধ্যে অনেক কল এসেছে জেলা থেকেও আর সেই কারণেই আগামী রবিবার থেকে জেলা গুলিতেও “অক্সিজেন অন হুইলস” প্রজেক্ট শুরু করতে চলেছেন তাঁরা। সত্যরূপ বলেন, “অনেকে জেলা থেকেও ফোন করে সাহায্য চাইছেন, সেই কারণেই আমরা ঠিক করেছি অন্তত আট-দশটি জেলাতে আগামী রবিবার থেকে এই প্রোজেক্ট শুরু করব। যার মধ্যে যেমন থাকছে শিলিগুড়ি, দার্জিলিং তেমনি থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলাও।”
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Satyarup Siddhanta : জয় করেছেন এভারেস্টের চূড়া, এবার করোনা জয়ে রোগীদের পাশে সত্যরূপরা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement