লকডাউনে মানবিক মুখ, মানুষের পাশে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তনীরা

Last Updated:

একজন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ও হিন্দমোটরের ভূমিপুত্র সৌমিক দে। অন্যজন মোহনবাগান ও রিয়াল কাশ্মীর জার্সিতে দাপিয়ে খেলা নদিয়ার সুমন দত্ত।

#কলকাতা: হুগলি থেকে নদিয়া। করোনা কবলিত বাংলার প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষদের পাশে ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রাক্তনরা। কেউ ত্রাণ নিয়ে দূরে অসহায় মানুষদের পাশে থাকতে দৌড়ে বেড়াচ্ছেন। কেউ আবার এলাকাতেই স্থানীয় ক্লাবের সাহায্যে অসহায় পরিবারের কাছে নিজে হাতে পৌঁছে দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, লকডাউনের কঠিন সময়ে দিন আনি দিন খাই মানুষগুলোর জন্য দু'মুঠো অন্নের সংস্থান করা। একজন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ও হিন্দমোটরের ভূমিপুত্র সৌমিক দে। অন্যজন মোহনবাগান ও রিয়াল কাশ্মীর জার্সিতে দাপিয়ে খেলা নদিয়ার সুমন দত্ত।
সৌমিক  কিংবা  সুমন। দুজনেই নীরবে দরিদ্র মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নদিয়ার গয়েশপুরের সুমন এই কাজে পাশে পেয়েছেন কল্যাণীর উঠতি ফুটবলার থেকে ক্রীড়াপ্রেমী মানুষদের। সুমনের মানবিক উদ্যোগে সামিল হয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, আইএসএল খেলা ফুটবলাররাও। নিজেদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে সুমনের প্রচেষ্টাকে বাস্তবায়িত করেছেন ওরা সবাই। দিনের শেষে সুমন দত্ত বলছিলেন,"লকডাউনের প্রথম দিন থেকেই মানুষের পাশে রয়েছি। আমার বাড়িতেই ত্রাণসামগ্রীর প্যাকেট তৈরি হচ্ছে। খবর পেয়ে অনেকে বাড়ি এসে সাহায্য নিয়ে যাচ্ছেন। আবার কোদিন টোটো বা বন্ধুর স্কুটিতে চেপে আমরাই পৌঁছে যাচ্ছি কল্যাণী, গয়েশপুর, সগুনা, কাঁচরাপাড়ার মত জায়গাগুলোতে। বাড়ি বাড়ি ঘুরে পৌঁছে দিচ্ছি ত্রাণসামগ্রী।"
advertisement
advertisement
অন্যদিকে সৌমিক আবার পাশে পেয়েছেন স্থানীয় মানুষজন ও ক্লাবকে। হিন্দমোটর এলাকায় এমনিতেই দারুণ জনপ্রিয় সৌমিক। স্থানীয় নবারুণ সমিতি ক্লাবের সদস‍্যদের সঙ্গে নিয়ে এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সৌমিক। ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক বলছিলেন," খেলোয়াড় জীবনে এই মানুষগুলোর থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। ময়দানে বড় ক্লাবে খেলার সময়ে ওরা ভালোবাসায় ভরে দিয়েছে আমাকে। এই কঠিন সময়ে ওদের পাশে না থাকলে নিজেকে অপরাধী মনে হবে।"লকডাউনের কঠিন সময়ে নিজেদের উদ্যোগে এভাবেই ময়দানের মানবিক মুখ হয়ে উঠেছেন দুই বড় ক্লাবের দুই প্রাক্তনী সুমন দত্ত ও সৌমিক দে।
advertisement
লাল-হলুদের ফ্যানস ক্লাব ইস্টবেঙ্গল রিয়াল পাওয়ারও নিজেদের মতো করে সাহায্য হাত বাড়িয়ে পাশে থাকছেন অসহায় মানুষদের। ময়দানের অতি পরিচিত লজেন্স দিদি যমুনা দাস ও প্রয়াত ফুটবল প্রেমী কার্তিক দাসের পরিবারের কাছে ইতিমধ্যেই সাহায্য পৌঁছে দিয়েছে ইস্টবেঙ্গল রিয়াল পাওয়ার।
PARADIP GHOSH 
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনে মানবিক মুখ, মানুষের পাশে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তনীরা
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement