মহামারিতে লোকাচারেও কোপ! মনসা পুজোর আগে হাঁসের হাট শূন্য প্রান্তর, দেখুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সমস্ত পুজোই এখন বিবর্ণ, মানুষ প্রাণের ভয়ে ভুলেছে লোকাচারও৷ মাথায় হাত ব্যবসায়ীদের৷
#পুরুলিয়া: পুরুলিয়ায় হাঁসের বাজারে বিক্রি কম। করোনার আবহে পুরুলিয়া অন্যতম উৎসব মনসা পুজো ফিকে হতে চলেছে।মনসা পুজোর আগের দিন পুরুলিয়ার হাটে বাজারে বিক্রি হতো লক্ষাধিক হাঁস। হাটেবাজারে ভিড় থাকত দেখার মতো।
এবার করোনার কারনে হাটে বিক্রি নেই৷ মহামারির আতঙ্কে ঘর থেকে বেরচ্ছে কম মানুষ। তাই জেলার অন্যতম উৎসবের আগের দিন হাটেবাজারে মানুষ নেই, নেই বিক্রিবাটা তেমন। দেখুন হাঁস বাজারের করুণ ছবি৷
advertisement
advertisement
ফি বছর এই দিনে লক্ষ লক্ষ হাঁস বিক্রি হতো জেলার বিভিন্ন হাটে বাজারে, এবার করোনার কারনে সবই যেন ফিকে হয়ে আসছে।
Indrajit Mondal
Location :
First Published :
August 17, 2020 5:17 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মহামারিতে লোকাচারেও কোপ! মনসা পুজোর আগে হাঁসের হাট শূন্য প্রান্তর, দেখুন