#পুরুলিয়া: পুরুলিয়ায় হাঁসের বাজারে বিক্রি কম। করোনার আবহে পুরুলিয়া অন্যতম উৎসব মনসা পুজো ফিকে হতে চলেছে।মনসা পুজোর আগের দিন পুরুলিয়ার হাটে বাজারে বিক্রি হতো লক্ষাধিক হাঁস। হাটেবাজারে ভিড় থাকত দেখার মতো।
এবার করোনার কারনে হাটে বিক্রি নেই৷ মহামারির আতঙ্কে ঘর থেকে বেরচ্ছে কম মানুষ। তাই জেলার অন্যতম উৎসবের আগের দিন হাটেবাজারে মানুষ নেই, নেই বিক্রিবাটা তেমন। দেখুন হাঁস বাজারের করুণ ছবি৷
ফি বছর এই দিনে লক্ষ লক্ষ হাঁস বিক্রি হতো জেলার বিভিন্ন হাটে বাজারে, এবার করোনার কারনে সবই যেন ফিকে হয়ে আসছে।
Indrajit Mondalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manasha Puja, Manasha Puja 2020, Manasha pujo, Purulia