#নয়াদিল্লি: লকডাউনের মধ্যে মদ না পেয়ে অনেকেই এখন হা-হুতাশ করছেন ৷ দোকান বন্ধ থাকায় কেউ কেউ আবার কারো কাছে ‘স্টক’ থাকলে দ্বিগুণ, তিন গুণ দামে তার কাছ থেকে কিনছেন ৷ কিন্তু যত কষ্টই হোক না কেন, কোথাও না কোথাও থেকে হুইস্কি, রাম বা ভডকা জোগাড় করছেন তারা ৷ কোথাও কোথাও তো মদ না পেয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে এই লকডাউনের মধ্যে ৷
অনেকে এমনও মনে করছেন অ্যালকোহল সেবন করাটা করোনা প্রতিরোধ করার জন্য ভাল ৷ কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি যা রিপোর্ট দিয়েছে, তা যথেষ্ট ভয়ের ৷ কারণ সেই রিপোর্টে সাফ জানানো হয়েছে, মদ খেলে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় ৷ তাই গোটা বিশ্বজুড়েই এই কঠিন সময়ে অ্যালকোহল বিক্রি বন্ধের জন্য প্রত্যেক দেশের সরকারকে আরও বেশি সক্রিয় হওয়া উচিৎ ৷ কারণ তা না হলে, এর ফল একেবারেই ভাল হবে না ৷
হু-র রিপোর্ট অনুযায়ী অ্যালকোহল সেবন করলে ‘কমিউনিকেবল’ এবং ‘ননকমিউনিকেবল’ বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে ৷ যা মানুষকে আরও দুর্বলই করে তোলে ৷ বিশ্বজুড়ে যখন দাপট দেখাচ্ছে করোনা ৷ তখন এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শরীর কোনওভাবেই দুর্বল হয়ে পড়লে চলবে না ৷ কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷ তাই অন্তত কয়েকমাস মদ খাওয়াটা সবারই কিছুটা কমানো উচিৎ ৷ না হলে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হবে ৷
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- Drinking alcohol can make the coronavirus worse, the WHO says in recommending restricting access
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alcohol, Coronavirus