মদ খেলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে ! চাঞ্চল্যকর রিপোর্ট WHO-র

Last Updated:

রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷

#নয়াদিল্লি: লকডাউনের মধ্যে মদ না পেয়ে অনেকেই এখন হা-হুতাশ করছেন ৷ দোকান বন্ধ থাকায় কেউ কেউ আবার কারো কাছে ‘স্টক’ থাকলে দ্বিগুণ, তিন গুণ দামে তার কাছ থেকে কিনছেন ৷ কিন্তু যত কষ্টই হোক না কেন, কোথাও না কোথাও থেকে হুইস্কি, রাম বা ভডকা জোগাড় করছেন তারা ৷ কোথাও কোথাও তো মদ না পেয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে এই লকডাউনের মধ্যে ৷
অনেকে এমনও মনে করছেন অ্যালকোহল সেবন করাটা করোনা প্রতিরোধ করার জন্য ভাল ৷ কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি যা রিপোর্ট দিয়েছে, তা যথেষ্ট ভয়ের ৷ কারণ সেই রিপোর্টে সাফ জানানো হয়েছে, মদ খেলে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় ৷ তাই গোটা বিশ্বজুড়েই এই কঠিন সময়ে অ্যালকোহল বিক্রি বন্ধের জন্য প্রত্যেক দেশের সরকারকে আরও বেশি সক্রিয় হওয়া উচিৎ ৷ কারণ তা না হলে, এর ফল একেবারেই ভাল হবে না ৷
advertisement
advertisement
হু-র রিপোর্ট অনুযায়ী অ্যালকোহল সেবন করলে ‘কমিউনিকেবল’ এবং ‘ননকমিউনিকেবল’ বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে ৷ যা মানুষকে আরও দুর্বলই করে তোলে ৷ বিশ্বজুড়ে যখন দাপট দেখাচ্ছে করোনা ৷ তখন এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শরীর কোনওভাবেই দুর্বল হয়ে পড়লে চলবে না ৷ কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷ তাই অন্তত কয়েকমাস মদ খাওয়াটা সবারই কিছুটা কমানো উচিৎ ৷ না হলে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হবে ৷
advertisement
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- Drinking alcohol can make the coronavirus worse, the WHO says in recommending restricting access
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মদ খেলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে ! চাঞ্চল্যকর রিপোর্ট WHO-র
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement