Anti Covid Oral Drug: গ্লুকজের মতো জলে গুলে খেলেই মরবে করোনা! DRDO-র পাউডার ওষুধের দাম শুনলে চমকে উঠবেন

Last Updated:

DRDO-র (DRDO’s Oral Drug) নয়া এই ওষুধ 2-DG জলে গুলে খেলেই মরবে মারণ করোনা (Coronavirus)। সেই ওষুধের (Covid Medicine) দাম ধার্য করা হয়েছে ১০০০ টাকারও কম।

#নয়াদিল্লিঃ জলে গুলে খেলেই (Oral Drug) মরবে মারণ করোনা ভাইরাস (Coronavirus)? যে ভাইরাসের (COVID 19) দাপটে মানুষ আজ ঘরবন্দি, প্রায় প্রতিদিন হারাচ্ছে কোনও না কোনও প্রিয়জনকে। সেই প্রাণঘাতী করোনাকে জব্দ করার ওষুধের দাম ধার্য করা হয়েছে ১০০০ টাকারও কম। চিকিৎসকরদের দাবি, ডিআরডিও-র এই ওষুধের মাত্র একটি স্যাসে বা পাতা জলে গুলে খেলেই মুহূর্তে দেহে অক্সিজেনের মাত্রা (Oxygen Level) বৃদ্ধি পেতে শুরু করবে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, আপাতত খোলা বাজারে ১০,০০০ পাতা এই  2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ পাওয়া যাবে।
চিকিৎসকরা বারবার বলে আসছেন, করোনার সঙ্গে লড়াইয়ের অন্যতম সেরা হাতিয়ার  টিকাকরণ (Vaccination)। তবে সেই হিসাবে দেখতে গেলে করোনায় তেমন কোনও নির্দিষ্ট ওষুধ ছিল না এতদিন। করোনায় বাড়াবাড়ি হলে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হচ্ছে বহুক্ষেত্রেই। তবে এ বার করোনারোধী ওরাল ড্রাগ DRDO বাজারে আসতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা। মাত্র ৯৯০ টাকার বিনিময়ে রোগীর পরিবার কিনতে পারবেন এই ওষুধ। তবে সরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে তা দেওয়া হবে আরও কম দামে।
advertisement
advertisement
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তৈরি 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (2-ডিজি) ড্রাগ। গ্লুকোজের মতো জলে গুলে খেতে হয় এই ওষুধ। এই ওষুধই এখন করোনা মোকাবিলায় নতুন দিশা দেখাচ্ছে চিকিৎসক মহলে। ইতিমধ্যেই সংকটজনক এক করোনা আক্রান্ত রোগীকে এই ওষুধ দেওয়ার পরে বড় সাফল্য মিলেছে। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই রোগী শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। পাশাপাশি হার্টের সমস্যা, আর্থারাইটিস ও স্তন ক্যান্সারও রয়েছে। ফলে অবস্থা বেশ সঙ্কটজনক হয়ে গিয়েছিল।  ডিআরডিও দফতরের তরফে চার প্যাকেট ডিআরডিও-র ওষুধ পাঠানো হয়। রবিবারই তা প্রয়োগ করা হয় বৃদ্ধার শরীরে । ঘণ্টা খানেকের মধ্যেই অবস্থার দ্রুত উন্নতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা পৌঁছে যায় ৬৫ থেকে ৯৪-এ ।
advertisement
ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (Institute of Nuclear Medicine and Allied Sciences) তরফে এই ওরাল ড্রাগ তৈরি করা হয়েছে। এটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation), সংক্ষেপে DRDO-র অধীন একটি ল্যাবরেটরি। এছাড়াও এই ওষুধ তৈরিতে হাত লাগিয়েছে হায়দরাবাদের ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ (Dr Reddy’s Laboratories), সংক্ষেপে DRL। গত বছর কোভিডের প্রথম ডোজ যখন দেশে এল তখন থেকেই এই ওষুধ নিয়ে গবেষণা শুরু হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালে অভূতপূর্ব সাড়া মেলে । এই ড্রাগটি পাউডারের মতো, জলে গুলে খেতে হয় । ধীরে ধীরে শরীরের আক্রান্ত কোষে ছড়িয়ে পড়ে গ্লুকোজটি। ভাইরাসের প্রোটিন উৎপাদন ক্ষমতা প্রতিরোধ করে এটি। ফুসফুসের আক্রান্ত কোষেও সক্রিয় ভাবে কাজ করে এই ওষুধ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Anti Covid Oral Drug: গ্লুকজের মতো জলে গুলে খেলেই মরবে করোনা! DRDO-র পাউডার ওষুধের দাম শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
Mamata Banerjee: ‘SIR আতঙ্কে’ মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর, মৃতদের ২ লক্ষ ও অসুস্থদের ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা
‘SIR আতঙ্কে’ মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্যেরও ঘোষণা
  • ‘SIR আতঙ্কে’ মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর

  • মৃতদের ২ লক্ষ ও অসুস্থদের ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা

  • আর্থিক সাহায্যের ঘোষণা

VIEW MORE
advertisement
advertisement