#বর্ধমান: বর্ধমানের সুভাষপল্লি কনটেইনমেন্ট জোন। পাশেই ডাক্তারপাড়া হিসেবে পরিচিত খোশবাগান। সেখানে প্রতিদিন ভিড় করছেন রোগীরা। তাই খোশবাগান থেকে চিকিৎসকদের চেম্বার সরানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।
বর্ধমানের সুভাষপল্লিতে এক করোনা আক্রান্তের হদিশ মেলে। এরপরই ওই এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করে প্রশাসন। পাশেই বাফার এলাকার মধ্যে পড়ছে বর্ধমানের ডাক্তারপাড়া খোসবাগান। সেখানে শুধু পূর্ব বর্ধমানই নয়, আশপাশের জেলা থেকেও প্রচুর রোগী আসেন। খোশবাগানে বিভিন্ন চিকিৎসকের চেম্বার, প্যাথোলজিক্যাল সেন্টার রয়েছে। লকডাউনে এতদিন বন্ধ থাকলেও, তেসরা মে থেকে ডাক্তারদের চেম্বার, ল্যাব খুলতে শুরু করেছে। ফলে এলাকায় ভিড় হচ্ছে। যা চিন্তায় ফেলে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের আধিকারিকদের। তাই খোশবাগানের চিকিৎসকদের আপাতত অন্য কোথাও চেম্বার করার কথা বলা হয়েছে। আইএমএর কাছেও এ ব্যাপারে দরবার করেছে জেলা প্রশাসন।
প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক এবং এই পরিষেবার সঙ্গে যুক্ত অনেকেই। তাদের মতে, সব বন্ধ হলে রোগীদের সমস্যা হবে ঠিকই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdawan, Containment Zone, Doctor