ঢাল বিশেষ প্লাস্টিকের জ্যাকেট, রায়গঞ্জের চিকিৎসকের অভিনব পরিকল্পনা
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
যদি অন্য কোন চিকিৎসক তার কাছে সাহায্য চান তিনি সেই সাহায্য দিতে প্রস্তুত বলে চিকিৎসক জানিয়েছেন।
#রায়গঞ্জ: করোনার হাত থেকে মুক্তি পেতে প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন রায়গঞ্জের এক চিকিৎসক। চিকিৎসকের ভাবনা প্লাষ্টিক জ্যাকেটে রোগী এবং চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত করা। যদি অন্য কোন চিকিৎসক তার কাছে সাহায্য চান তিনি সেই সাহায্য দিতে প্রস্তুত বলে চিকিৎসক জানিয়েছেন। চিকিৎসকের এধরনের ভাবনাকে তারিফ করেছেন রোগী এবং রোগীর পরিবারের লোকেরা।
করোনা আতঙ্কে রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু চিকিৎসক নিরাপত্তার অভাব বোধ করছেন দাবি তুলে প্রাইভেট চেম্বার বন্ধ রাখছেন। রায়গঞ্জ সুপার মার্কেটে একটি ওষুধের দোকানে বসেন জেনারেল ফিজিসিয়ান বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। রোগী এবং চিকিৎসকের মাধ্যমে করোনা ভাইরাস না ছড়ায় তাঁর জন্য চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। তিনি রোগীদের জন্য স্বচ্ছ প্লাষ্টিকের জ্যাকেট তৈরী করেছেন। রোগী চেম্বারে ঢোকার সময় সেই জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে। রোগী বাইরে বেরিয়ে এলে সেই জ্যাকেট খুলে নিয়ে সঙ্গে সঙ্গে তা হাইড্রোক্লোরাইড জলে চুবিয়ে দেওয়া হচ্ছে। প্রতি রোগীর জন্য একটি জ্যাকেট রাখা হয়েছে। মোট ৬০ টি জ্যাকেট তৈরী করেছেন চিকিৎসক। রোগীদের জন্য এ ধরনের ভাবনার তারিফ করেছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। রোগীদের দাবি এধরনের জ্যাকেটে করোনা ভাইরাস ছড়ানোর কোন রকম সম্ভাবনাই নেই। চিকিৎসকরা এধরনের জ্যাকেট ব্যবহার করলে রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত হয়। চিকিৎসক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসকদের চেম্বারে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা করা কঠিন কাজ। তাই স্বচ্ছ প্লাষ্টিকের জ্যাকেট তৈরী করে রোগীদের পরিয়ে দিয়ে চিকিৎসা করলে তাতে রোগী এবং চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত হয়।
advertisement
Uttam Paul
advertisement
Location :
First Published :
May 09, 2020 12:16 AM IST