COVID19 India: একা হাতে পুড়িয়েছেন ৫০শের বেশি করোনায় মৃতের দেহ!দিল্লির ASI রাকেশের অভিজ্ঞতা গায়ে কাঁটা দেবে, রইল ভিডিও

Last Updated:

হজরত নিজামুদ্দিন (Hazrat Nizamuddin Police station)) থানায় কর্মরত দিল্লি পুলিশের ASI রাকেশ কুমার ইতিমধ্যেই নিজে হাতে পুড়িয়েছেন ৫০ জনের বেশি করোনায় মৃতের দেহ৷

Delhi Police assistant sub-inspector Rakesh Kumar
Delhi Police assistant sub-inspector Rakesh Kumar
#নয়াদিল্লি: দেশে করোনার দ্বিতীয় (Coronavirus Second Wave) ঢেউতে নাজেহাল সাধারণ মানুষ৷ মৃত্যু (Death in Corona) মিছিলে পড়েছে হাহাকার৷ প্রতিদিনই খারাপ খবরে অভ্যস্ত হয়ে যাচ্ছেন মানুষজন৷ দেশের মধ্যে মুম্বই এবং নয়াদিল্লির অবস্থা খুবই শোচনীয়৷ স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন৷ তার মধ্যেই স্বাস্থ্যকর্মী, চিকিৎস, নার্স থেকে শুরু পুলিশকর্মীরা তাঁদের দায়িত্ব সামলে চলেছেন৷ এবার করোনায় মৃতদের সৎকারের কাজে হাত লাগাল দিল্লি পুলিশ (Delhi Police)৷ দিল্লি পুলিশের সাব-ইন্সপেকটর (Delhi Police ASI Rakesh Kumar) রাকেশ কুমারের অভিজ্ঞতা রীতিমতো চমকে ওঠার মতো৷
হজরত নিজামুদ্দিন (Hazrat Nizamuddin Police station)) থানায় কর্মরত দিল্লি পুলিশের ASI রাকেশ কুমার ইতিমধ্যেই নিজে হাতে পুড়িয়েছেন ৫০ জনের বেশি করোনায় মৃতের দেহ৷ ১৩ এপ্রিল থেকে এপর্যন্ত তিনি ১১০০ জন মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ এই সব মানুষের প্রিয়জনের সৎকারে এগিয়ে এসেছেন রাকেশ কুমার৷ দিন রাত নিজের জীবন হাতের মুঠোয় করে কাজ করে চলেছেন তিনি৷
advertisement
advertisement
"আমি এখনও পর্যন্ত ১১০০জনের পাশে দাঁড়াতে পেরেছি৷" কিছুটা গর্বের সঙ্গেই বলছেন নয়াদিল্লির ASI৷ নিজে দুটি ভ্যাকসিনের ডোজ পেয়েছেন৷ সেই ভরসাতেই করোনা লড়াইয়ে নেমেছেন তিনি৷ কারণ তিনি বিশ্বাস করেন, যাঁরা অন্যদের দুর্দিনে তাঁদের সাহায্য করলে ঈশ্বরও মঙ্গল করবে৷
advertisement
advertisement
তিন সন্তানের বাবা রাকেশ৷ বয়স ৫৬৷ মেয়ের বিয়ে ঠিক হয়েছিল এর মধ্যে৷ তবে সেই বিয়ের দিন তিনি পিছিয়ে দিয়েছেন৷ কারণ এই সময় কোনও রকম উৎসব-উদযাপন করা সম্ভব নয়৷ মেয়ের বিয়ে পিছিয়ে এখন হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাকেশ কুমার৷
দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ৷ শুক্রবার নিয়ে লাগাতার দ্বিতীয় দিন করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি পেরিয়ে গিয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮২ ৷ মৃত্যু হয়েছে ৩৯২০ জনের ৷ বুধবার দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪,১২,২৬২ ৷ মৃত্যু হয়েছিল ৩৯৮০ জনের ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19 India: একা হাতে পুড়িয়েছেন ৫০শের বেশি করোনায় মৃতের দেহ!দিল্লির ASI রাকেশের অভিজ্ঞতা গায়ে কাঁটা দেবে, রইল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement