#কলকাতা: ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় এই ভাইরাসে আক্রান্ত সংখ্যাও বেড়েছে অনেকটাই। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। সব মিলিয়ে শুক্রবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪১২। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের।
দেশের এই কঠিন সময় সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট সংস্থা ৷ যার মধ্যে রয়েছে ডাবর গ্রুপও ৷ করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে ১১ কোটি টাকা দান করার পাশাপাশি সংস্থার তরফে একটি ‘Dabur Care Fund for Covid-19’ তহবিলও গড়ে তোলা হয়েছে ৷ সবমিলিয়ে করোনা মোকাবিলায় ২১ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে সংস্থা ৷ ডাবর ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান অমিত বর্মন বলেন, ‘‘ এই খারাপ সময় দেশের মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আমরা বুঝি ৷ সংস্থার পার্টনার এবং গ্রাহকদের সাহায্য করতে ডাবর গ্রুপ বদ্ধপরিকর ৷ কোভিড-১৯-এর মোকাবিলায় সবরকম সাহায্যেই আমরা প্রস্তুত ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Dabur Group