করোনা যুদ্ধে সামিল Dabur Group, ২১ কোটি টাকা অনুদানের ঘোষণা সংস্থার

Last Updated:

সংস্থার তরফে ‘Dabur Care Fund for Covid-19’ তহবিলও গড়ে তোলা হয়েছে ৷

#কলকাতা: ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় এই ভাইরাসে আক্রান্ত সংখ্যাও বেড়েছে অনেকটাই। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। সব মিলিয়ে শুক্রবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪১২। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের।
দেশের এই কঠিন সময় সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট সংস্থা ৷ যার মধ্যে রয়েছে ডাবর গ্রুপও ৷ করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে ১১ কোটি টাকা দান করার পাশাপাশি সংস্থার তরফে একটি ‘Dabur Care Fund for Covid-19’ তহবিলও গড়ে তোলা হয়েছে ৷ সবমিলিয়ে করোনা মোকাবিলায় ২১ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে সংস্থা ৷ ডাবর ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান অমিত বর্মন বলেন, ‘‘ এই খারাপ সময় দেশের মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আমরা বুঝি ৷ সংস্থার পার্টনার এবং গ্রাহকদের সাহায্য করতে ডাবর গ্রুপ বদ্ধপরিকর ৷ কোভিড-১৯-এর মোকাবিলায় সবরকম সাহায্যেই আমরা প্রস্তুত ৷ ’’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা যুদ্ধে সামিল Dabur Group, ২১ কোটি টাকা অনুদানের ঘোষণা সংস্থার
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement