হোম /খবর /খেলা /
থুতু দিয়ে বল পালিশ বিপজ্জনক, এই অভ্যাস বদলাতে হবে ক্রিকেটারদের: শামি

থুতু দিয়ে বল পালিশ বিপজ্জনক, এই অভ্যাস বদলাতে হবে ক্রিকেটারদের: শামি

File Photo

File Photo

আজীবন দেখা গিয়েছে, বলের পালিশ চকচক করার জন্য ক্রিকেটাররা নিজেদের থুতু ব্যবহার করে থাকেন ৷ সেই স্বভাব যে এখন অত্যন্ত ভয়ঙ্কর, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনার জেরে এখন বিশ্বজুড়ে বন্ধ সমস্ত খেলাধূলা ৷ সেই তালিকায় অবশ্যই রয়েছে ক্রিকেটও ৷ অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়েছে আইপিএল ৷ অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপও এ বছর হতে পারবে কী না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ৷ তাই ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের জন্যও এ বছর যথেষ্ট খারাপ সময় ৷

কোভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচতে ভাল করে হাত ধোয়া, লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মতো আরও একটা জিনিসও এখন মেনে চলা অত্যন্ত প্রয়োজন ৷ সেটা হল যেখানে সেখানে থুত ফেলা বন্ধ করা ৷ এই বদ অভ্যাস যাদের রয়েছে, তাদের নিজেদের এবং অন্যান্যদের সুরক্ষার কথা ভেবে এই স্বভাব এখন বদলানোর সময় এসেছে ৷

থুতু ফেলার অভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন ক্রিকেটাররাও ৷ সেটা হল, আজীবন দেখা গিয়েছে, বলের পালিশ চকচক করার জন্য ক্রিকেটাররা নিজেদের থুতু ব্যবহার করে থাকেন ৷ সেই স্বভাব যে এখন অত্যন্ত ভয়ঙ্কর, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এই বিষয় আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের পেসার মহম্মদ শামি জানিয়েছেন, করোনা হয়তো অনেক কিছুই পাল্টে দেবে ৷ এই বলে থুতু লাগিয়ে চকচক করার অভ্যাস এখন বদলানোর সময় এসেছে ৷ এই অভ্যাসকে এখন অত্যন্ত বিপজ্জনক হিসেবেই ধরা হচ্ছে ৷ তবে বহু দিনের এই অভ্যাস ছাড়াটাও একটু কঠিন হবে ৷ কিন্তু আপাতত কয়েক মাস এটা মেনে চলাই উচিৎ সব ক্রিকেটারদের ৷ এর পাশাপাশি শামি আরও জানান, থুতুর বদলে ঘামের ব্যবহার করা যেতে পারে বলের পালিশ বজায় রাখতে ৷ তার পর আস্তে আস্তে ভয় কেটে সব কিছু স্বাভাবিক হয়ে উঠলে তখন আবার পুরনো অভ্যেসে হয়তো ফেরা যাবে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, Mohammed Shami