এবার করোনায় আক্রান্ত ইরফান, 'ইন্ডিয়া লেজেন্ডস' দলের চতুর্থ সদস্য সংক্রামিত

Last Updated:

ইরফান জানিয়েছেন, আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি৷

#বরোদা: ইউসুফ পাঠানের পর এবার করোনা আক্রান্ত হলেন তাঁর ছোট ভাই এবং প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান৷ সোমবার নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার৷
ইরফান জানিয়েছেন, আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি৷ গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করাতে অনুরোধ করেছেন ইরফান৷ তবে প্রাক্তন এই তারকা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শরীরে কোনওরকম উপসর্গ নেই৷ তবে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি৷
একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করে লিখেছেন, 'প্রত্যেককে বলব মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে৷ সবার সুস্বাস্থ্য কামনা করি৷'
advertisement
advertisement
শনিবার সচিন তেন্ডুলকর এবং ইউসুফ পাঠান জানিয়েছিলেন, তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন৷ আর এক প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান এস বদ্রীনাথও রবিবার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান৷ সম্প্রতি রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস দলে ছিলেন সচিন, ইউসুফ, ইরফান এবং বদ্রীনাথ৷ দর্শকদের ভরা স্টেডিয়ামেই এই ম্যাচ হয়৷ সচিন জানিয়েছিলেন, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে৷ কিংবদন্তি ক্রিকেটার অবশ্য আরও জানিয়েছিলেন, তাঁর পরিবারের বাকি সবার রিপোর্টই নেগেটিভ এসেছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এবার করোনায় আক্রান্ত ইরফান, 'ইন্ডিয়া লেজেন্ডস' দলের চতুর্থ সদস্য সংক্রামিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement