এবার করোনায় আক্রান্ত ইরফান, 'ইন্ডিয়া লেজেন্ডস' দলের চতুর্থ সদস্য সংক্রামিত

Last Updated:

ইরফান জানিয়েছেন, আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি৷

#বরোদা: ইউসুফ পাঠানের পর এবার করোনা আক্রান্ত হলেন তাঁর ছোট ভাই এবং প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান৷ সোমবার নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার৷
ইরফান জানিয়েছেন, আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি৷ গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করাতে অনুরোধ করেছেন ইরফান৷ তবে প্রাক্তন এই তারকা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর শরীরে কোনওরকম উপসর্গ নেই৷ তবে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি৷
একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করে লিখেছেন, 'প্রত্যেককে বলব মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে৷ সবার সুস্বাস্থ্য কামনা করি৷'
advertisement
advertisement
শনিবার সচিন তেন্ডুলকর এবং ইউসুফ পাঠান জানিয়েছিলেন, তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন৷ আর এক প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান এস বদ্রীনাথও রবিবার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান৷ সম্প্রতি রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস দলে ছিলেন সচিন, ইউসুফ, ইরফান এবং বদ্রীনাথ৷ দর্শকদের ভরা স্টেডিয়ামেই এই ম্যাচ হয়৷ সচিন জানিয়েছিলেন, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে৷ কিংবদন্তি ক্রিকেটার অবশ্য আরও জানিয়েছিলেন, তাঁর পরিবারের বাকি সবার রিপোর্টই নেগেটিভ এসেছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এবার করোনায় আক্রান্ত ইরফান, 'ইন্ডিয়া লেজেন্ডস' দলের চতুর্থ সদস্য সংক্রামিত
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement