‘গোমূত্র আর গোবর খেলেই সারবে করোনা ভাইরাস’, নিদান দিলেন স্বামী চক্রপাণি মহারাজ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এমনকি করোনা ভাইরাস আতঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ নাকি আয়োজন করতে চায় হিন্দু মহাসভা।
#নয়াদিল্লি: এখনও এই রোগের প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি চিকিৎসকরা ৷ গোটা বিশ্ব জুড়েই করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ ৷ সতর্কতা জারি করেছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা হু ৷ রোজই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে ৷
এর মধ্যেই সংক্রামক এই ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার ‘আজব’ নিদান দিয়েছেন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ। এই ভাইরাসের হাত থেকে বাঁচতে দেশবাসীকে মহারাজের পরামর্শ, গোমূত্র ও গোবর খেলেই এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে ৷ । এমনকি করোনা ভাইরাস আতঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ নাকি আয়োজন করতে চায় হিন্দু মহাসভা।
advertisement
মিডিয়ার সামনে দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরও পরামর্শ দেন, 'যে ব্যক্তি ওম নমাহ শিবায় উচ্চারণ করবেন ও গোবর শরীরে লাগাবেন, তিনি এই ভাইরাস থেকে দূরে থাকবেন।'
advertisement
ইতিমধ্যেই ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ৷ এ দেশেও কয়েকটি ক্ষেত্রে এই ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে ৷ তবে ভারতে এখনও এই রোগে কোনও মৃত্যুর খবর নেই ৷
view commentsLocation :
First Published :
February 01, 2020 5:31 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘গোমূত্র আর গোবর খেলেই সারবে করোনা ভাইরাস’, নিদান দিলেন স্বামী চক্রপাণি মহারাজ