#নয়াদিল্লি: এখনও এই রোগের প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি চিকিৎসকরা ৷ গোটা বিশ্ব জুড়েই করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ ৷ সতর্কতা জারি করেছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা হু ৷ রোজই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে ৷এর মধ্যেই সংক্রামক এই ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার ‘আজব’ নিদান দিয়েছেন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ। এই ভাইরাসের হাত থেকে বাঁচতে দেশবাসীকে মহারাজের পরামর্শ, গোমূত্র ও গোবর খেলেই এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে ৷ । এমনকি করোনা ভাইরাস আতঙ্ক দূর করতে একটি বিশেষ যজ্ঞ নাকি আয়োজন করতে চায় হিন্দু মহাসভা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Cow Dung, Cow Urine, Hindu Mahasabha President Swami Chakrapani Maharaj