Child Death: ২৪ ঘণ্টায় ১ করোনা আক্রান্ত-সহ ৪ শিশুর মৃত্যু দ্বারভাঙা মেডিক্যাল কলেজে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বিহারের দ্বারভাঙা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Darbhanga Medical College and Hospital) মর্মান্তিক মৃত্যু চার শিশুর (Child Death)। হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে, ওই চার শিশুর মধ্যে একজন শিশু (Coronavirus Positive) করোনাভাইরাসে আক্রান্ত ছিল।
#পটনা: বিহারের দ্বারভাঙা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Darbhanga Medical College and Hospital) মর্মান্তিক মৃত্যু চার শিশুর (Child Death)। হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে, ওই চার শিশুর মধ্যে একজন শিশু (Coronavirus Positive) করোনাভাইরাসে আক্রান্ত ছিল। তবে বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।
Bihar: 4 children died in Darbhanga Medical College in last 24 hrs "They were experiencing breathlessness & had symptoms like pneumonia. They were in serious condition. One of them had tested positive for COVID. Others tested negative," said Principal DMCH & Incharge CCU to ANI pic.twitter.com/cB5pXkCIRN
— ANI (@ANI) May 31, 2021
advertisement
advertisement
হাসপাতালের তরফে জানানো হয়েছে, 'ওই চার শিশুরই শ্বাসের সমস্যা হচ্ছিল। তাদের নিউমোনিয়ারও উপসর্গ ছিল। তারা প্রত্যেকের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। একজন তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিল, বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছিল।' যদিও হাসপাতালের তরফে শিশুদের বয়স উল্লেখ করা হয়নি। উত্তর বিহারের দ্বিতীয় বৃহত্তম ও উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালে কী ভাবে ওই চার শিশুর মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে অভিযোগ উঠেছে, হাসপাতালের ভেঙে যাওয়া ওয়ার্ডেই এখনও রোগীদের চিকিৎসা চালানো হচ্ছে।
advertisement
বিহারের করোনা পরিস্থিতিও সব মিলিয়ে বেশ খারাপ। গত ২৪ ঘণ্টায় ৫২ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৫ জন। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে সক্রিয় রোগীর সংখ্যা বিহারে অনেক দিন আগেই ২০ হাজারের অনেকটা নীচে নেমে এসেছে। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,১০৫ জনে। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭.০৫ লক্ষে চলে গিয়েছে।
view commentsLocation :
First Published :
May 31, 2021 12:30 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Child Death: ২৪ ঘণ্টায় ১ করোনা আক্রান্ত-সহ ৪ শিশুর মৃত্যু দ্বারভাঙা মেডিক্যাল কলেজে!

