আর দেরি নেই, একাধিক রাজ্যে জলদি খুলে যাচ্ছে ছোটদের স্কুল, জেনে নিন নিয়ম

Last Updated:

দ্রুত খুলে যাচ্ছে স্কুল...

#নয়াদিল্লি: করোনা অতিমারির (Corona Pandemic) কারণে দেশে গত দেড় বছর ধরে স্কুল  (School) ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ৷ এইভাবে কার্যত পুরো শিক্ষণ ব্যবস্থা বন্ধ করে রেখে অনলাইনে পঠনপাঠন চলছে৷ করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই এসে গেছে৷ এবার তৃতীয় ঢেউ আসার দিন গুনছে ভারত৷ ফের একবার রোজই নতুন করে ৪০ হাজার মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছেন৷ এরইমধ্যে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে খুলবে স্কুল৷ ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷
করোনা অতিমারিতে শিক্ষাব্যবস্থা খারাপভাবে ধাক্কা খেয়েছে৷ গত বছরে লকডাউনের কারণে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন মাধ্যমের ভরসাতেই চলছে লেখাপড়া৷ এই বছরের শুরুতে কিছু স্কুল খুলেছিল, কিছু উঁচু ক্লাসের পড়ুয়া নিয়ে লেখাপড়া শুরু হয়েছিল৷ ৫০ শতাংশ ছাত্র-ছাত্রী নিয়ে হত ক্লাস৷ কিন্তু ফের করোনা ছড়িয়ে পড়ায় বন্ধ করে দিতে হয় স্কুল৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কেঁপে গিয়েছিল গোটা দেশ৷
advertisement
যে সব রাজ্য দ্রুত স্কুল খুলতে চলেছে তারমধ্যে পঞ্জাব রয়েছে৷ তারা সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই খুলে গেছে৷ রাজ্য সরকার করোনা বিধি পালনে অসম্ভব জোর দিয়েছে৷ গৃহসচিব সমস্ত জেলা প্রশাসনকে কড়া নির্দেশ পাঠিয়েছে৷ দেওয়া হয়েছে চিঠি৷ স্কুলগুলি খোলা থাকবে এবং করোনা থেকে বাঁচার সব নিয়মবিধি মানতে হবে৷
advertisement
ছত্তিশগড়েও স্কুলে খুলে গেছে৷ রাজ্য সরকার নিয়ম মেনে স্কুল ও কলেজ খুলেছে৷ রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে স্কুল তখনই খোলা হবে যখন এলাকাভিত্তিক জনপ্রতিনিধিরা সেখানের পরিস্থিতি নজর রেখে স্কুল খোলার অনুমতি দেবেন৷ এরইসঙ্গে অভিভাবকদের অনুমতিও জরুরি৷ করোনা সংক্রমণ ঠেকানোর সব নিয়ম মেনেই তবেই খুলছে স্কুল৷
advertisement
এদিকে উত্তরপ্রদেশও স্কুল খুলতে চলেছে৷ দেশের সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকায় স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ ১৬ অগাস্ট থেকে খুলতে চলেছে স্কুল৷ ৫০ শতাংশ ছাত্র নিয়ে খোলা হবে স্কুল৷ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাস থেকে খোলা হবে৷
অন্ধ্রপ্রদেশেও স্কুল ১৬ অগাস্ট থেকেই স্কুল খুলছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি স্কুল খোলার নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী ১৬ অগাস্ট স্কুল খোলার সঙ্গে সঙ্গে নতুন শিক্ষানীতিও জারি করেছেন৷ এর আগে করোনা প্রভাবিত মহারাষ্ট্র ও গুজরাতে স্কুল জুলাই মাস থেকে খোলার কাজ শুরু হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আর দেরি নেই, একাধিক রাজ্যে জলদি খুলে যাচ্ছে ছোটদের স্কুল, জেনে নিন নিয়ম
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement