Coronavirus in India: বিরাট স্বস্তি! দেশে কমল মৃত্যুর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১.৩২ লক্ষ

Last Updated:

COVID-19: এই নিয়ে টানা ৮ দিন ধরে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

#নয়াদিল্লি: দেশে ক্রমশ কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। যা খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে গবেষকদের। বহু দিন পর দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের নিচে নিমেছে। দেশের বেশ কিছু অংশে সংক্রমণ কমতে দেখা গিয়েছে, যার প্রভাবে দেশের সক্রিয় করোনা কেসও খানিকটা হ্রাস পেয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা।
গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিকত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৭১৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের। তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৩৩ জন। দেশে সুস্থতার হার ৯৩.১ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ২২ কোটি ৪১ লক্ষ ০৯ হাজার ৪৪৮ জনের।
advertisement
advertisement
সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লক্ষ ৯১ হাজার ৪১৩ আর মৃত্যু হয়েছে ৯৭,৩৯৪ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,২২৯ জন আর মৃত্যু হয়েছে ৬৪৩ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৫৩ হাজার ৪৪৬ জন আর মৃত্যু হয়েছে ৩০,৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৮,৩২৪ জন। কেরলে আক্রান্ত ২৫ লক্ষ ৮৪ হাজার ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৯,৩৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৮,৮৫৩ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ৭২ হাজার ৭৫১ জন আর মৃত্যু হয়েছে ২৫,৬৬৫ জনের।
advertisement
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৬ লক্ষ ৯৫ হাজার ২১২ জন। মৃত্যু হয়েছে ২০,৮৯৫ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৭ লক্ষ ২৮ হাজার ৫৭৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১১,২১৩ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ২৭ হাজার ৯২৬ জন। মৃত্যু হয়েছে ২৪,৪৪৭ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩ হাজার ৫৩৫ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৯২১। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৭৬,৭৬০ আর মৃত্যু হয়েছে ১৩,১৩৯ জনের।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus in India: বিরাট স্বস্তি! দেশে কমল মৃত্যুর সংখ্যা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১.৩২ লক্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement