Coronavirus Third Wave : জেলাস্তরে প্রস্তুতিতে জোর! করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আরও কড়া নবান্ন...

Last Updated:

"করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave) আসার আগেই পরিকাঠামো তৈরির কাজ জুলাই মাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে।" বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে এমনই নির্দেশ দেওয়া হল জেলাগুলিকে।

এদিন নবান্ন থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। অক্সিজেন প্লান্ট তৈরি করা, নার্সদের প্রশিক্ষণ শেষ করার মত বিষয়ে জোর দেওয়া হয়েছে। জুলাই মাসের মধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ করার কথা বলা হয়েছে জেলা শাসকদের। নবান্নে জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী বলেন, "হাসপাতালগুলিতে যেভাবে পরিকাঠামো তৈরি করার কথা বলা হয়েছিল তা তৈরি করে ফেলতে হবে যাতে তৃতীয় ঢেউ আসার সঙ্গে সঙ্গেই আমরা মোকাবিলা করতে প্রস্তুত থাকি। টেস্টিং এর সংখ্যা কমালে চলবে না। টেস্টিং এর সংখ্যা আরও বাড়াতে হবে।"
advertisement
এখনও কিছু কিছু জেলাতে করোনা কমছে না তার জন্য কনটেইনমেন্ট জোন গুলিতে আরও করা বিধি-নিষেধ জারি করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। যে জেলাগুলিতে ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ অনেক বাকি থেকে গেছে সেই জেলাগুলোতে দ্বিতীয় ডোজ এর সংখ্যা বাড়াতে হবে। বর্ডার এরিয়া গুলো তে করোনা র জন্য নজর রাখতে হবে।জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্যসচিবের।
advertisement
advertisement
এদিকে রাজ্যে কয়েকটি জেলার করোনা সংক্রমণ এখনও উদ্বেগজনক। যদিও কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজারের নীচেই রয়েছে। বেড়েছে করোনায় দৈনিক মৃত্যুর হারও।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Third Wave : জেলাস্তরে প্রস্তুতিতে জোর! করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আরও কড়া নবান্ন...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement