হোম /খবর /কলকাতা /
স্বস্তির খবর ! করোনায় সংক্রমিত নন কলকাতায় আক্রান্তের বাবা-মা, গাড়িচালকও সুস্থ

স্বস্তির খবর ! করোনায় সংক্রমিত নন কলকাতায় আক্রান্তের বাবা-মা, সুস্থ গাড়িচালকও

আপাতত স্থিতিশীল রয়েছেন কলকাতার করোনা আক্রান্ত যুবক।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতার প্রথম করোনা আক্রান্ত যুবক আপাতত স্থিতিশীল। বেলেঘাটা আইডিতে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে। ঘণ্টায় ঘণ্টায় চলছে তাপমাত্রা পরীক্ষা। যুবকের মা-বাবা, গাড়ির চালকও বেলেঘাটা আইডিতে ভর্তি। তবে সুখবর একটাই, তাঁদের শরীরে মেলেনি করোনা ভাইরাস ৷ আক্রান্তের বাবা-মায়ের করোনা নেই ৷ বাবা-মায়ের নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট এদিন নেগেটিভই এসেছে ৷ গাড়িচালকেরও নমুনাতেও করোনা মেলেনি ৷ তবে তাঁদের তিনজনকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আপাতত স্থিতিশীল রয়েছেন কলকাতার করোনা আক্রান্ত যুবক। বেলেঘাটা আইডিতে তাঁকে চব্বিশ ঘণ্টা পর্যেবক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ঘণ্টায় ঘণ্টায় চলছে তাপমাত্রা পরীক্ষা।

মঙ্গলবার রাতে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় লন্ডন ফেরত যুবককে ৷ তাঁর মা-বাবা ও গাড়ি চালককেও ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ সোমবার এম আর বাঙ্গুর হাসপাতালে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করেন ওই যুবক ৷ এম আর বাঙ্গুরের ওই চিকিৎসক ও এক স্বাস্থ্য সহায়ককেও বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে ৷

এদিকে কলকাতায় করোনা-সন্দেহে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। বুধবারই, কলকাতা বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষায় ৫ জন যাত্রীর জ্বর ধরা পড়ে ৷ দোহা ও দুবাই থেকে ফেরেন ওই ৫ যাত্রী ৷ তারমধ্যে ৩ জনকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে ৷ রাজারহাটে আইসোলেশন সেন্টারে ভর্তি বাকি দু’জন ৷ আইসোলেশন সেন্টারে আছেন ফ্রান্সের এক মহিলাও ৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে, সে ব্যাপারে সতর্ক রাজ্য।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, Coronavirus in Kolkata