#কলকাতা: কলকাতার প্রথম করোনা আক্রান্ত যুবক আপাতত স্থিতিশীল। বেলেঘাটা আইডিতে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে। ঘণ্টায় ঘণ্টায় চলছে তাপমাত্রা পরীক্ষা। যুবকের মা-বাবা, গাড়ির চালকও বেলেঘাটা আইডিতে ভর্তি। তবে সুখবর একটাই, তাঁদের শরীরে মেলেনি করোনা ভাইরাস ৷ আক্রান্তের বাবা-মায়ের করোনা নেই ৷ বাবা-মায়ের নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট এদিন নেগেটিভই এসেছে ৷ গাড়িচালকেরও নমুনাতেও করোনা মেলেনি ৷ তবে তাঁদের তিনজনকেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আপাতত স্থিতিশীল রয়েছেন কলকাতার করোনা আক্রান্ত যুবক। বেলেঘাটা আইডিতে তাঁকে চব্বিশ ঘণ্টা পর্যেবক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ঘণ্টায় ঘণ্টায় চলছে তাপমাত্রা পরীক্ষা।
মঙ্গলবার রাতে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় লন্ডন ফেরত যুবককে ৷ তাঁর মা-বাবা ও গাড়ি চালককেও ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ সোমবার এম আর বাঙ্গুর হাসপাতালে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করেন ওই যুবক ৷ এম আর বাঙ্গুরের ওই চিকিৎসক ও এক স্বাস্থ্য সহায়ককেও বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে ৷
এদিকে কলকাতায় করোনা-সন্দেহে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। বুধবারই, কলকাতা বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষায় ৫ জন যাত্রীর জ্বর ধরা পড়ে ৷ দোহা ও দুবাই থেকে ফেরেন ওই ৫ যাত্রী ৷ তারমধ্যে ৩ জনকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে ৷ রাজারহাটে আইসোলেশন সেন্টারে ভর্তি বাকি দু’জন ৷ আইসোলেশন সেন্টারে আছেন ফ্রান্সের এক মহিলাও ৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যাতে আর না বাড়ে, সে ব্যাপারে সতর্ক রাজ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।