Coronavirus Viral: কাছে আসলেই লাঠির খোঁচা, করোনা ঠেকাতে অভিনব উপায়ে ‘সোশ্যাল ডিসটেন্স’ জয়ন্তবাবুর

Last Updated:

করোনা ঠেকাতে চলন্ত খাঁচায় বাস জয়ন্তবাবুর ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এই অভিনব সোশ্যাল ডিসটেন্স

#বহরমপুর: জয়ন্তবাবুর অভিনব চলন্ত খাঁচা  ৷ সোশ্যাল ডিসটেন্স-এর নতুন সংজ্ঞা বের করেছেন তিনি ৷  করোনা আতঙ্কের জন্য লকডাউন এর মধ্যেই তাকে ব্যবসার কাজে বাইরে বের হতে হচ্ছে। তাই নিজেকে বাঁচাতে শরীরের মধ্যেই লাঠি বেঁধে খাঁচা তৈরি করে সাইকেল চালাচ্ছেন জয়ন্ত সিনহা। বহরমপুরের ইন্দ্রপ্রস্থের এই ব্যবসায়ী এখন অনেকের কাছেই দৃষ্টান্ত।
করোনা থেকে বাঁচতে শুধু গন্ডি কেটে দাঁড়ানো নয়, রীতিমতো চলন্ত খাঁচা পরে যাতায়াত ৷ দোকানে দোকানে চিড়ে ভাজা, চানাচুর, মুড়ি সরবরাহ করে থাকেন জয়ন্ত বাবু। সেই জন্য লকডাউন এর মধ্যে বাইরে যেতে হচ্ছে তাঁকে। চারটে বাঁশের লাঠি বেঁধে একটা খাঁচার মতো কাঠামো করে তার দেহের মধ্যে গলিয়ে নিচ্ছেন। সোশ্যাল ডিসটেন্স- যাতে কার সঙ্গে গা না লাগে।
advertisement
নিজের বাড়িতেই মুড়ি বাদাম ভেজে, মশলা মুড়ি করে তা প্যাকিং করে বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকেন জয়ন্ত বাবু। আগে বড় কোম্পানি ডিস্ট্রিবিউটারশীপ থাকলেও বর্তমানে নিজের বাড়িতেই এই ছোট ব্যবসা করেই সংসার চালান ইন্দ্রপ্রস্থের এই ব্যবসায়ী। বাড়িতে বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও  দুই সন্তান নিয়ে সংসার জয়ন্ত বাবু। লকডাউন এর জেরে বাড়ি থেকে বের হওয়া বিপদ জানলেও ব্যবসার জন্য তাকে বের হতে হচ্ছে তাকে। সেই জন্য সোশ্যাল ডিসটেন্স যাতে মানা হয়, নিজের মাথা থেকেই বের করে ফেলেন এই অভিনব পন্থা। জয়ন্ত বাবু বলেন, 'বাধ্য হয়ে আমাকে বাইরে বের হতেই হচ্ছে। নিজেকে বাঁচার জন্য এই ভাবেই খাঁচা তৈরি করে সাইকেল চালাচ্ছি।' করোনার সংক্রমণের দাপটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জয়ন্তবাবুর এই ভিডিও ৷
advertisement
advertisement
Pranab Kumar Banerjee
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Viral: কাছে আসলেই লাঠির খোঁচা, করোনা ঠেকাতে অভিনব উপায়ে ‘সোশ্যাল ডিসটেন্স’ জয়ন্তবাবুর
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement