#পুণে: করোনা আতঙ্কে পালালেন পাইলট ৷ ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার পুণে থেকে দিল্লিগামী একটি বিমানে ৷ বিমানে একজন যাত্রীর করোনা সন্দেহে পরিত্যক্ত এলাকায় নামানো হয় বিমান ৷ কিন্তু তারপরেই ঘটে যায় অদ্ভূত ঘটনা ৷ আতঙ্কের জেরে বিমান থেকে নেমে যান পাইলট ৷ বিমানের সেকেন্ডারি এগজিট দিয়ে নেমে যান তিনি বলে অভিযোগ ৷ পরীক্ষায় অবশ্য যাত্রীর দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি ৷ এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, বিমানে সন্দেহজনক করোনা আক্রান্ত একজন যাত্রী ছিলেন। তিনি বিমানের প্রথম দিকের একটি সিটে বসেছিলেন ৷
#WATCH: Pilots of Air Asia Pune to Delhi flight step out of the flight through rear gate after passengers possibly infected with #Covid19 sat in Row 1 of the flight. The passengers were later tested negative. (March 20) https://t.co/ot46QKZPSb pic.twitter.com/xnsvTeLd24
— ANI (@ANI) March 22, 2020
বিমানটি অবতরণের সময় থেকেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়। সাধারণভাবে বিমান যেখানে নামে, তার থেকে অনেকটা দূরে বিমান অবতরণ করে। সামনের দরজা নিয়ে নামানো হয় ওই যাত্রীকে। এরপর অবশ্য পরীক্ষার পর যাত্রী ভাইরাস আক্রান্ত নন বলেই জানা গিয়েছে ৷ বিমান কর্মীদেরও এখন সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Asia, Coronavirus