করোনা সতর্কতা! ব্যাঙ্কে বা অফিসে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এমনকী এটিএমে প্রবেশের আগেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
#শিলিগুড়ি: করোনা সতর্কতা সর্বত্র। কাল জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তার আগেই শনিবার শিলিগুড়ির রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কমছে যাত্রীবাহী ট্রেনের সংখ্যাও। স্টেশনগুলিও খাঁ খাঁ করছে। আতঙ্ক নয়। সতর্ক থাকুন। এই বার্তায় দিচ্ছেন চিকিৎসকেরা। এবারে বিভিন্ন অফিস, ব্যাঙ্কে সটান প্রবেশ করা আর যাবে না! না, কোনও নিরাপত্তাজনিত তল্লাশির জন্য নয়! করোনা সতর্কতা। আগে দু'হাত ভাল করে স্যানিটাইজ করতে হবে, তারপর পেবেশ করতে পাড়বেন ব্যাঙ্কে বা অফিসের ভেতরে। এমনকী এটিএমে প্রবেশের আগেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে আমরা দেখিয়েছিলাম শুধু সতর্কতা নোটিশ জারি করা হয়েছিল এই ব্যাঙ্কে। ব্যাঙ্ক কর্মীদের মধ্যে মাস্ক বিলিও করা হয়েছিল। ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছিলেন ব্যাঙ্ক কর্মী থেকে ব্রাঞ্চ ম্যানেজার। কিন্তু হাজার হাজার গ্রাহকেরা অনায়াসেই প্রবেশ করছিলেন ব্যাঙ্কে। কিছু সংখ্যক গ্রাহক মাস্ক পড়ে আসছিলেন। কেউ কেউ সতর্কতা হিসেবে হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার করছিলেন। এবারে গ্রাহকদের কথা মাথায় রেখে আজ, শনিবার থেকে এই নয়া প্রক্রিয়া চালু হল স্টেট ব্যাঙ্কের শিলিগুড়ি কোর্ট মোড় শাখায়। এমনকী নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও পদক্ষেপ নিয়েছে ব্যাঙ্কের এই শাখা। ব্যাঙ্কের গেটেই দায়িত্বে এক কর্মী।
advertisement
একই ছবি শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসেও। সে সংসদের চেয়ারম্যান হোন বা অন্য কোনও কর্মী। অফিসে ঢোকার আগে হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার বাধতামূলক করা হয়েছে। তারপর অফিসের কাজকর্ম। এমনকী অন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও সংসদ অফিসে কাজে এলে হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার করেই প্রবেশ করতে হবে। গতকাল থেকেই শিলিগুড়ি পুরসভা এবং তিন নম্বর বরো অফিসেও একই নিয়ম চালু করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে জারি করোনা সতর্কতা। তার আগে রাজ্যেও কড়া সতর্কতা। জমায়েত এড়াতেও কিছু ব্যবস্থা নিয়েছে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানও।
advertisement
advertisement
Partha Pratim Sarkar
Location :
First Published :
March 21, 2020 9:23 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সতর্কতা! ব্যাঙ্কে বা অফিসে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক