Coronavirus in India: ৩ কোটি পেরল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৯৬ শতাংশ ছাড়াল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Coronavirus in India: উদ্বেগ বাড়াচ্ছে Delta Plus ভেরিয়েন্ট
#নয়াদিল্লি: দ্বিতীয় ঢেউ সামলে সুস্থ হচ্ছে গোটা দেশ। যা খানিকটা আশার আলো দেখাচ্ছে গবেষকদের। ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা।
উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। নতুন করে ১ হাজার ৩৫৮ জন করোনা রোগী মারা গিয়েছেন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জনের। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৪৩,১৯৪ । মঙ্গলবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮,৮১৭ জন। এখনও পর্যন্ত ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও পর্যন্ত দেশে ২৯ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।
advertisement

advertisement
সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লক্ষ ৮৭ হাজার ৫২১ আর মৃত্যু হয়েছে ১,১৮,৭৯৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৪৭০ জন আর মৃত্যু হয়েছে ৪৮২ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ১৫ হাজার ২৯ জন আর মৃত্যু হয়েছে ৩৪,১৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৭০৯ জন। কেরলে আক্রান্ত ২৮ লক্ষ ২৯ হাজার ৪৬০ জন। মৃত্যু হয়েছে ১২,২৯২ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২,৬১৭ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৩৬ হাজার ৮১৯ জন আর মৃত্যু হয়েছে ৩১,৫৮০ জনের।
advertisement
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৭ লক্ষ ০৪ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ২২,২৮২ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৮ লক্ষ ৫৭ হাজার ৩৫২ জন। সেখানে মৃত্যু হয়েছে ১২,৪১৬ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮ জন। মৃত্যু হয়েছে ২৪,৯৩৩ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৪৩৭। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৯০,৬৫৩ আর মৃত্যু হয়েছে ১৩,৪০২ জনের।
view commentsLocation :
First Published :
June 23, 2021 10:28 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus in India: ৩ কোটি পেরল দেশে করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৯৬ শতাংশ ছাড়াল