কোভিডধ্বস্ত ভারতকে কয়েক লক্ষ টাকা দান করলেন হ্যারি পটার স্রষ্টা

Last Updated:

তাদের কাছে লেখিকার অর্থসাহায্য এসে পৌঁছেছে তাঁর সেবা সংস্থার মাধ্যমে ৷ তাঁর কাছ থেকে সাহায্য প্রাপ্তির সংবাদ টুইটারে শেয়ার করেছে ওই সংস্থা ৷

লন্ডন : ভারতের কোভিডত্রাণে এ বার এগিয়ে এলেন জে কে রাওলিং ৷ জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষ টাকা হ্যারি পটারের স্রষ্টা দান করেছেন লন্ডনের একটি খালসা সংস্থায় ৷ ভারতে কোভিডবিপর্যয়ে ওই অর্থ ব্যয় করা হবে ৷ অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে ইতিমধ্যেই চিকিৎসা পরিষেবা সরবরাহ-সহ বহু ক্ষেত্রে সক্রিয় ভাবে কাজ করছে ওই সংস্থা ৷ তাদের কাছে লেখিকার অর্থসাহায্য এসে পৌঁছেছে তাঁর সেবা সংস্থার মাধ্যমে ৷ তাঁর কাছ থেকে সাহায্য প্রাপ্তির সংবাদ টুইটারে শেয়ার করেছে ওই সংস্থা ৷
তাদের ট্যুইটের উত্তরে রাওলিং সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাচ্চাদের জন্য তাঁর লেখা নতুন বই ‘দ্য ইকাবোগ’ কেনার জন্য৷ এর আগে অনলাইনে বিনামূল্যে পড়ার জন্য বইটি তাঁর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল৷ ২০২০ সাল থেকে দীর্ঘ লকডাউনে পৃথিবীর বিভিন্ন দেশে ঘরবন্দি শিশুদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেন জনপ্রিয় সাহিত্যিক ৷ বইটির নেট-রয়্যালটির বড় অংশ তিনি ব্যয় করেছেন কোভিডত্রাণে ৷
advertisement
সংস্থা ও রাওলিং-এর ট্যুইট
advertisement
সংস্থা ও রাওলিং-এর ট্যুইট
বইটির প্রকাশ উপলক্ষে অনলাইনে একটি ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ৷ রাওলিং জানান, সে সময় ভারত থেকে অনেক বাচ্চা অংশ নিয়েছিল৷ তিনিও ভারতকে ভোলেননি ৷ তাঁর সংস্থা কয়েক লক্ষ টাকা দান করেছে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের আয়োজনে ভারতে অক্সিজেন পাঠানোর উদ্যোগে ৷
advertisement
দেশকালের সীমানা পেরিয়ে সারা পৃথিবী শিশুকিশোর পাঠকদের কাছে প্রিয় এই লেখিকার জাদুকলমের পরবর্তী বইয়ের নাম ‘দ্য ক্রিসমাস পিগ’৷ বইটি প্রকাশিত হবে এ বছরের অক্টোবরে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিডধ্বস্ত ভারতকে কয়েক লক্ষ টাকা দান করলেন হ্যারি পটার স্রষ্টা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement