বেনজির মাতৃত্ব ! মেয়ে কোভিডে শয্যাশায়ী, সারোগেসিতে জন্ম দেওয়ার পর নাতনিকে আগলে রাখেন দিদিমা

Last Updated:

সারোগেসির সিদ্ধান্তে পৌঁছনর আগে পেরতে হয়েছে বহু ঝড় ৷ ২০০৮ সালে মেয়ের বিয়ে দেন ওই মধ্যবয়সিনী ৷ কিন্তু দাম্পত্যের বয়স ১৩ বছর হয়ে যাওয়ার পরও সন্তান ভূমিষ্ঠ করতে পারেননি তাঁর মেয়ে ৷ মাঝে ৭ বার গর্ভপাতের যন্ত্রণা সহ্য করতে হয়েছে ৷

কোভিড ঝড়ের বিধ্বংসী তাণ্ডবের মধ্যেই মাতৃত্বের অসামান্য নজির গুজরাতের আনন্দে ৷ এই জেলার এক গ্রামে মেয়ের জন্য ‘সারোগেট মাদার’ হলেন তাঁর মা ৷ এখানেই শেষ নয় ৷ সদ্যোজাত সন্তানকে স্তন্যপানও করালেন ৷ কারণ মেয়ে তখন কোভিড আক্রান্ত হয়ে শয্যাশায়ী ৷
ওই মধ্যবয়সিনী জানিয়েছেন, গত ৬ এপ্রিল তিনি সারোগেসির মাধ্যমে নিজের মেয়ের কন্যাসন্তান অর্থাৎ নাতনির জন্ম দিয়েছেন ৷ ঘটনাচক্রে ওই দিন তাঁর মেয়েরও জন্মদিন ৷ অর্থাৎ ক্যালেন্ডারের একই দিনে কয়েক বছরে ব্যবধানে তিনি মেয়ে এবং নাতনিকে পৃথিবীর আলো দেখিয়েছেন ৷
সারোগেসির সিদ্ধান্তে পৌঁছনর আগে পেরতে হয়েছে বহু ঝড় ৷ ২০০৮ সালে মেয়ের বিয়ে দেন ওই মধ্যবয়সিনী ৷ কিন্তু দাম্পত্যের বয়স ১৩ বছর হয়ে যাওয়ার পরও সন্তান ভূমিষ্ঠ করতে পারেননি তাঁর মেয়ে ৷ মাঝে ৭ বার গর্ভপাতের যন্ত্রণা সহ্য করতে হয়েছে ৷ তাছাড়াও নির্ধারিত সময়ের আগে জন্ম হয়ে গিয়েছে অপরিণত শিশুর ৷ বাঁচানো যায়নি সেই সদ্যোজাতকে ৷ মা হতে গিয়ে নিজেও মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন ওই তরুণী ৷ শেষে মেয়ের যন্ত্রণা দেখে আর স্থির থাকতে পারেননি মা৷ সারোগেট মাদার হওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ মেয়েকে কথা দেন মায়ের মাধ্যমেই মাতৃত্বের স্বাদ পাবেন তিনি ৷
advertisement
advertisement
মেয়েকে দেওয়া কথা রাখতে তাঁর সন্তান গর্ভে ধারণ করেন ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ৷ কিন্তু নির্বিঘ্নে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরও দেখা দিল বিপত্তি ৷ ১২ এপ্রিল করোনা আক্রান্ত হন তাঁর মেয়ে ও জামাই অর্থাৎ সদ্যোজাত কন্যার বাবা-মা ৷
প্রথমে বাড়িতে নিভৃতবাসে থাকলেও শেষে তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয় ৷ তাঁদের অনুপস্থিতিতে নাতনির দেখভাল করেছেন দিদিমাই ৷ সদ্যোজাতকে স্তন্যপানও করিয়েছেন তিনি ৷
advertisement
শারীরিক ও মানসিক ঝড় পাড়ি দেওয়ার পরও সুস্থ আছেন ৫৯ বছর বয়সি ওই মহিলা ৷ পরিবারিক গণ্ডিতে তো বটেই ৷ তাঁর নজিরবিহীন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন পরিচিত মহলও ৷ তাঁর মতো মা পেয়ে তিনি গর্বিত, অকুণ্ঠ কণ্ঠে সংবাদ মাধ্যমে জানিয়েছেন মেয়ে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বেনজির মাতৃত্ব ! মেয়ে কোভিডে শয্যাশায়ী, সারোগেসিতে জন্ম দেওয়ার পর নাতনিকে আগলে রাখেন দিদিমা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement