নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা গত কয়েকদিনে কিছুটা হলেও কমেছে ৷ ভারতে দৈনিক কোভিড সংক্রমণ নেমে এল ১ লক্ষের কাছাকাছি ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন ৷ মৃত্যু হয়েছে ২৪২৭ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৭৪,৩৯৯ জন ৷
India reports 1,00,636 new #COVID19 cases, 1,74,399 discharges, and 2427 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 2,89,09,975 Total discharges: 2,71,59,180 Death toll: 3,49,186 Active cases: 14,01,609 Total vaccination: 23,27,86,482 pic.twitter.com/3DNEhXAN4E — ANI (@ANI) June 7, 2021
গত ৫ এপ্রিল দেশে কোভিড আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লক্ষ পেরিয়েছিল। তার পর তা পৌঁছে গিয়েছিল ৪ লক্ষে। কমতে কমতে সোমবার ফের এক লক্ষের দোরগোড়ায় নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩,৪৯,১৮৬ জনের ৷ ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৩,২৭, ৮৬, ৪৮২ ৷
A total of 36,63,34,111 samples have been tested for #COVID19 in the country, up to June 6 including 15,87,589 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/FQMTNB5kUu
— ANI (@ANI) June 7, 2021
দেশে এখনও পর্যন্ত মোট ৩৬,৬৩,৩৪, ১১১ করোনা পরীক্ষা হয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার পরীক্ষা হয়েছে তুলনায় কিছুটা কম। ৬ জুন দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫,৮৭,৫৮৯ নমুনার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, ICMR