• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • করোনার আতঙ্ক যখন সর্বত্র, তখন এভাবেই বাদুড় চিবিয়ে খেলেন মহিলা ! ভাইরাল ভিডিও

করোনার আতঙ্ক যখন সর্বত্র, তখন এভাবেই বাদুড় চিবিয়ে খেলেন মহিলা ! ভাইরাল ভিডিও

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সরাসরি একটি বাদুড়কেই স্যুপের সঙ্গে চিবিয়ে খাচ্ছেন মহিলা ! যা রীতিমতো গোটা বিশ্বেই এখন হইচই ফেলে দিয়েছে ৷

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সরাসরি একটি বাদুড়কেই স্যুপের সঙ্গে চিবিয়ে খাচ্ছেন মহিলা ! যা রীতিমতো গোটা বিশ্বেই এখন হইচই ফেলে দিয়েছে ৷

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সরাসরি একটি বাদুড়কেই স্যুপের সঙ্গে চিবিয়ে খাচ্ছেন মহিলা ! যা রীতিমতো গোটা বিশ্বেই এখন হইচই ফেলে দিয়েছে ৷

 • Share this:

  #বেজিং: করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে চিন থেকে শুরু করে এশিয়ার অনেক দেশই ৷ ইতিমধ্যেই চিনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২১৩ জনের ৷ এই রোগের লক্ষণ, জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

  উল্লেখ্য, প্রথমে সামুদ্রিক প্রাণী থেকে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর খবর মিললেও পরে জানা গিয়েছে, বাদুড়ই এই রোগের প্রাথমিক উৎস। বিশেষজ্ঞরা মতে চিনের ইউহান প্রদেশে সামুদ্রিক প্রাণী এবং মাছের বাজার খুব বড়। সেখানে সাপও বিক্রি হয়ে থাকে। বাদুড়কে সেখানে সাপ খায়। তাই সম্ভবত বাদুড় থেকে করোনা সংক্রামিত হয়েছিল সাপে। সেই সাপ খেয়েই তা মানুষের মধ্যে ছড়ায় । কিন্তু এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সরাসরি একটি বাদুড়কেই স্যুপের সঙ্গে চিবিয়ে খাচ্ছেন মহিলা ! যা রীতিমতো গোটা বিশ্বেই এখন হইচই ফেলে দিয়েছে ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: