EXCLUSIVE: করোনা আতঙ্কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু অনলাইন পঠন-পাঠন

Last Updated:

করোনা আতঙ্কে ১৫ই এপ্রিল পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। টানা একমাসেরও বেশি সময় ছুটি থাকার জেরে সমস্যায়় পড়তে পারেন পড়ুয়ারা।

#‌কলকাতা: করোনা আতঙ্কে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হল অনলাইনে ক্লাস নেওয়া। বৃহস্পতিবার থেকেই এই প্রক্রিয়া কার্যকর করা শুরু হল বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সায়েন্স কলেজের প্রাণীবিদ্যা বিভাগ থেকে। মূলত স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের ধাপে ধাপে অনলাইন মারফত ক্লাস নেওয়া চালু হল।
আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকর করা থাকবে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। তবে শুধু প্রাণিবিদ্যা বিভাগ নয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগগুলি তো এই অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে শুরু করা হবে। মূলত দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় পড়ুয়াদের মধ্যে মানসিক অবসাদ তৈরি হতে পারে।তার জন্যই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে এই প্রক্রিয়া শুরু করা হলো বলেই জানাচ্ছেন অধ্যাপকরা। তুমি শুধু মানসিক অবসাদ নয় পড়ুয়াদের সিলেবাস যাতে শেষ করা যায় সেদিক  লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানাচ্ছে বিশ্ববিদ্যালয়।
advertisement
করোনা আতঙ্কে ১৫ই এপ্রিল পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। টানা একমাসেরও বেশি সময় ছুটি থাকার জেরে সমস্যায়় পড়তে পারেন পড়ুয়ারা। বিশেষত বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়ারা সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়বে এই আশঙ্কাতে গত মঙ্গলবার  রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী।বৈঠক থেকেই উপাচার্যদের কাছে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবেদন রেখেছিলেন  কিভাবে অনলাইনে  ক্লাস নেওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করার জন্য। রাজ্যের জেলার বিশ্ববিদ্যালয়গুলির সেই পরিকাঠামো না থাকলেও কলকাতা,যাদবপুুুর,রবীন্দ্রভারতীর মত বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো কাজে লাগিয়ে় যাতে  ক্লাস নেওয়া যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা উপাচার্যদের করতে বলেন শিক্ষামন্ত্রী। সেই মতই বৃহস্পতিবার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হল অনলাইনে ক্লাস নেওয়া।
advertisement
advertisement
বৃহস্পতিবার প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সুজয় ঘোষ ধাপে ধাপে স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়াদের ক্লাস নেন। এ প্রসঙ্গে অধ্যাপক সুজয় ঘোষ জানান "পড়ুয়াদের সিলেবাস শেষ করা ও মানসিক অবসাদ কাটানোর জন্য অনলাইনে ক্লাস নেওয়া শুরু করা হয়েছে। প্রত্যেকদিনই এইভাবে ধাপে ধাপে ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস নেওয়া হবে"। করোনা আতঙ্কে বিশ্ববিদ্যালয়গুলি ছুটি থাকায় ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে। এবার সেই তালিকাতেই সংযোজন হল কলকাতা বিশ্ববিদ্যালয়।
advertisement
 Somraj Bandopadhyay
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
EXCLUSIVE: করোনা আতঙ্কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু অনলাইন পঠন-পাঠন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement