Coronavirus Bengal : করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমায় স্বস্তি রাজ্যে, সক্রিয়ের সংখ্যা বেড়ে ২০ হাজার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মঙ্গলবারের করোনা বুলেটিন (West Bengal Corona Update) অনুসারে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩,২৬৮। তবে সুস্থতার সংখ্যা কম হওয়ায় এদিনও বেড়েছে অ্যাক্টিভ কেস (Corona Active Cases)। বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা বেড়ে ২০ হাজারের উপরে চলে গিয়েছে।
মঙ্গলবারের বুলেটিন অনুসারে রাজ্যে করোনা একদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭,০৪৯। উত্তর ২৪ পরগনায় ২৩ জন ও কলকাতায় ২১ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের। নদিয়ায় ৬ জনের। এদিন ৩২৬৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪ জন।
advertisement
রাজ্যে ৫৫.৫ হাজার করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৩,২৬৮ জনের দেহে সংক্রমণ মিলেছে। এর ফলে মোট সংক্রমণ বেড়ে হয়েছে ১৪.৬৮ লক্ষ। মুর্শিদাবাদ জেলায় মাত্র ৭ জনের দেহে নতুন সংক্রমণ মিলেছে। মালদায় ৯ জনের ও বীরভূমে মিলেছে ১৭ জনের দেহে। রাজ্যের ১০ জেলায় দৈনিক সংক্রমণ ১০০-র নীচে।
advertisement
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২০ হাজার ৪৬ জন। এদিন ১১২৫ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩২৬৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০৬৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৩০ হাজার ৯৪৯ জন। রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৯৭.৪৭ শতাংশ। সার্বিক সংক্রমণের হার কমে হয়েছে ৫.৮৭ শতাংশ।
view commentsLocation :
First Published :
June 15, 2021 9:05 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Bengal : করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমায় স্বস্তি রাজ্যে, সক্রিয়ের সংখ্যা বেড়ে ২০ হাজার!

