রায় পরিবারে করোনার ছোবল! আক্রান্ত মুকুল আছেন বাড়িতেই, দুশ্চিন্তা স্ত্রী'কে নিয়ে

Last Updated:

কিছুদিন ধরে শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তাঁর। তবে সংক্রমণের উপসর্গ দেখা দিতেই, করোনা টেস্ট করান মুকুল রায় (Mukul Roy)। আর সঙ্গে সঙ্গেই তাঁর করোনা রিপোর্ট পজেটিভ (Corona Positive) ধরা পড়ে। শুধুমাত্র মুকুল রায়ই নন, তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন।

শুধুমাত্র মুকুল রায়ই নন, তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নাসিংহোমে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মৃদ্যু উপসর্গ থাকায়, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এর আগে দলের বিরোধী দলনেতা নির্বাচনের সময়ই জানা যায় অসুস্থ বলে দায়িত্ব নেননি মুকুল। তখন অবশ্য বোঝা যায়নি তিনি কতটা অসুস্থ। উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল রায়। বাইপাসের ধারের একটি হাসপাতালে অস্ত্রোপচারও হয় তাঁর।
advertisement
অন্যদিকে বৃহস্পতিবারই করোনা আক্রান্ত মা-কে হারালেন বামপন্থী যুবনেতা শতরূপ ঘোষ। বৃহস্পতিবার সকাল ৬ টা ৪০ মিনিটে প্রাণ হারান শতরূপের মা, শীলা ঘোষ। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোভিড পজিটিভ ছিলেন শতরূপের বাবাও। তিনি সুস্থ হয়ে উঠলেও মা-কে চিরতরে হারালেন এই যুবনেতা।
advertisement
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন চলাকালীন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসিত হালদার, করিমপুরের বিজেপি প্রার্থী আক্রান্ত হন করোনাভাইরাসে। আবার বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্রও আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক ঘরবন্দি ছিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। অন্যদিকে সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের ব্রাত্য বসুও। নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ তাই হোম আইসোলেশন থেকে ভার্চুয়ালি সারতে হয়েছে তাঁকে। তবে তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলেই সূত্রের খবর। করোনা আক্রা্ন্ত হয়ে মারা যান খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই সংযুক্ত মোর্চার দুই প্রার্থীরও।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রায় পরিবারে করোনার ছোবল! আক্রান্ত মুকুল আছেন বাড়িতেই, দুশ্চিন্তা স্ত্রী'কে নিয়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement