COVID19 Raineeta Dash: নিজের মৃত্যুর খবর দেখে আঁৎকে উঠলেন নায়িকা,রণিতা জানালেন..

Last Updated:

এর আগেও রণিতা (Bengali Actress Raineeta Dash) লেখেন যে, "এই লড়াইয়ের শেষ কোথায়, আমি জানিনা কিন্তু এবার আমি হাঁপিয়ে উঠছি৷"

#কলকাতা: নিজে ভুগছেন করোনায় (COVID19 Bengal)৷ বাড়িতে রয়েছেন একা৷ বাবা, মা ও দিদা করোনা আক্রান্ত (Corona Affected) হয়ে হাসপাতালে ভর্তি৷ সে কথা কয়েকদিন আগে নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছিলেন অভিনেত্রী রণিতা দাস (Raineeta Dash)৷ লিখেছিলেন যে তিনি হাঁপিয়ে উঠছেন এই পরিস্থিতিতে৷ তার মধ্যে আরেক বিপদের মুখে পড়লেন রণিতা৷ ফেসবুকের পেজে উঠে এল রণিতার ভুয়ো মৃত্যুর খবর (Fake news of Actress Raineeta Dash)! তিনি নাকি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ এমন খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হল৷ কারণ রণিতা খুবই চেনা মুখ এবং তাঁর জনপ্রিয়তাও রয়েছে৷ একে তিনি করোনায় কবলে পড়ে খুবই দুর্বল, তার মধ্যেই নিজের মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত মর্মাহত নায়িকা৷ এরপর তিনি নিজেই নিজের হাল লিখে ফেসবুকে পোস্ট করলেন৷
ঘটনা বৃহস্পতিবারের৷ দুপুর বেলায় রণিতার একটা পোস্ট করলেন (Raineeta Dash Facebook)৷ সেখানে তিনি লিখলেন, "মা বাবা, ঠাকুমা, দিদা সবার ঠিকানা হাসপাতাল৷ বাড়িতে শুধু আমি, আমার ফাঙ্কি, আর ৫টা নতুন নবজাতক৷ লড়ছি৷ বাড়ির সবাই নিজের মতো করে লড়ছে৷ কেউ ভাববেন না যে ৭টা বাচ্চা আমাকে জ্বালাচ্ছে, ওরা আমায় সারাদিন একা থাকতে অক্সিজেন জোগাচ্ছে৷ আমার উইকনেস আছে খুব, জ্বর নেই৷ সবাই সাবধানে থাকুন, আর একটু সুস্থ হলে লড়াই এর পুরো গল্পটা বলব৷ গল্পে রিয়াল হিরো, হিরোইনদের নাম বলব৷" এটা তিনি লেখেন ফেসবুকে৷ বোঝাই যাচ্ছে নিজের মৃত্যু খবর পেয়ে, তিনি খুবই আহাত হয়েছেন এবং সবার কাছে সঠিক খবর দিতেই তিনি এই পোস্টটি করেছেন৷
advertisement
advertisement
এর আগেও রণিতা (Bengali Actress Raineeta Dash) লেখেন যে এই লড়াইয়ের শেষ কোথায়, আমি জানিনা কিন্তু এবার আমি হাঁপিয়ে উঠছি৷ অর্থাৎ বাড়ির সবাইকে নিয়ে তিনি খুবই চিন্তিত এবং নিজের শরীরের হালও খুব খারাপ, সেটা তাঁর এই লেখার মাধ্যমেই বোঝা যাচ্ছে৷ এই পরিস্থিতিতে একটু সাবধানী হয়েই খবর পরিবেশন করা উচিৎ৷ করোনা কালে সকলের মনই ভারাক্রান্ত৷ প্রতিদিনই খারাপ খবরে মন ভাঙছে সবার৷ তার উপর এমন ভ্রান্ত খবরে চাঞ্চল্য তৈরি হওয়াটাই স্বাভাবিক৷ তবে যাই হোক না কেন, টেলি অভিনেত্রী আপাতত লড়াই চালাচ্ছেন৷ তিনি ও তাঁর পরিবারের সকলে সুস্থ হয়ে উঠুন, এই কামনাই রইল৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19 Raineeta Dash: নিজের মৃত্যুর খবর দেখে আঁৎকে উঠলেন নায়িকা,রণিতা জানালেন..
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement