হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পাঁশকুড়ার বড়মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু !

পাঁশকুড়ার বড়মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু !

Representational Image

Representational Image

কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ের জেরক্সের ব্যবসায়ী ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন বৃহস্পতিবার।

  • Last Updated :
  • Share this:

#পাঁশকুড়া: পাঁশকুড়ার বড়মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল করোনা আক্রান্ত এক ব্যবসায়ীর ৷

কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ের জেরক্সের ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়েছিলেন বৃহস্পতিবার। ওই দিন সকালেই ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। দুপুর নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় মেছোগ্রাম বড়মা কোভিড হাসপাতালে। তাঁর বাড়ি কাঁথির পৌর এলাকার ১০ ওয়ার্ডে। বয়স ৬০ বছর। বাড়িতে ছেলে ও স্ত্রী আছে। তাদেরও শুক্রবার কাঁথি মহকুমা হাসপাতালে লালারস পরীক্ষা হয়েছে । এদিন সকালে কাঁথি পৌরসভা ও দমকল বিভাগের কর্মীরা মৃত ব্যবসায়ীর বাড়ি ও দোকান স্যানিটাইজ করেন বলে জানা গিয়েছে। 

এই বিষয়ে কাঁথি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ মাইতি বলেন, "ওই ব্যক্তিকে আমি চিনি, উনি বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের ধারণা, ব্যবসার দিক থেকেই হয়তো তিনি কোনওভাবে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ’’ এদিনই তাঁর বাড়ি স্যানিটাইজ করা হয়েছে। দুপুর দেড়টা নাগাদ মেছোগ্রামের বড়মা হাসপাতাল থেকেই তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে।  করোনা আক্রান্ত হয়ে কাঁথি শহরে এই প্রথম মৃত্যু ঘটনা ঘটল। এই ঘটনায় কাঁথির ব্যবসায়ী মহলে শোকের ছায়া।

SUJIT BHOWMIK

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus