আদৌ কি থামবে করোনা তাণ্ডব, সামনের বছরেও অলিম্পিক্সের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

চমকে দিচ্ছেন জাপানি বিজ্ঞানী

#টোকিও : অলিম্পিক্স কী আদৌ সামনের বছর অর্থাৎ ২০২১ -এ আয়োজন করা যাবে, সাম্প্রতিক জাপানি এক বিজ্ঞানীর মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তাঁর সাফ কথা. ‘ সততার সঙ্গে বলতে হলে বলতে পারি আমার মনে হয় না সামনের বছরেও অলিম্পিক্সের আসর বসানো নিশ্চিত ৷ ’ সোমবার দিন এক সাংবাদিক সম্মেলনে এইরকম মারাত্মক ঘোষণা করেন বিজ্ঞানী কেনতারো ইওয়াতা ৷ তাঁর মত দুটি ঘটনা ঘটলে অলিম্পিক্সের আয়োজন সম্ভব ১) জাপানে কোভিড ১৯ সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা আর ২) সারা পৃথিবীতে করোনা ভাইরাস সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা ৷
টোকিও অলিম্পিক্স সামনের জুলাইতে আয়োজন করাও একই রকমের ভয়ের ৷ চিকিৎসকদের মতে যতক্ষণ না এই মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি কোনওভাবেই অলিম্পিক্স আয়োজন করা উচিত নয়৷  গত মাস অর্থাৎ ২৪ মার্চ জাপান ও আইওসি যুগ্ম ঘোষণা করেছিল যাতে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল অলিম্পিক্স ৷
advertisement
advertisement
এদিকে আবার IOC (International Olympic Committee) ও জাপানের মতনৈক্যও এরমধ্যে সামনে এসেছে ৷ আইওসি অলিম্পিক্সের সূচিতে জুলাই ২০২১ জানিয়েছে ৷ জাপান জানিয়েছে এর চেয়ে বেশি পিছিয়ে যাওয়া তারা আর সামলাতে পারবে না ৷ যদি মারণ ভাইরাস এভাবেই দাপট দেখাতে থাকে তাহলে অলিম্পিক্স বাতিল করে দেওয়া হবে৷
এদিকে জাপান জানিয়েছে এই একবছরের জন্য অলিম্পিক্স পিছিয়ে দেওয়ায় যা অতিরিক্ত খরচ হবে তা তারা একা বইবে না ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা অতিমারিতে দেশের অর্থনীতি ভীষণভাবে প্রভাবিত ফলে এই আর্থিক চাপ নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না ৷ এরমধ্যে আবার এই নিয়ে আইওসি-র মত পাওয়া যায়নি ৷
advertisement
করোনা ভ্যাকসিনের উপরই অলিম্পিক্সের ভবিষ্যত, অলিম্পিক্স নিয়ে প্রতিক্রিয়া IOC কর্তা জন কোটসের
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আদৌ কি থামবে করোনা তাণ্ডব, সামনের বছরেও অলিম্পিক্সের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement